Advertisement
Advertisement

লোকসভা নির্বাচনে ১০০ শতাংশ বুথেই ভিভিপ্যাট, জানাল কমিশন

কীভাবে কাজ করে এই যন্ত্র?

 VVPAT supply for 2019 Lok Sabha polls on track: ECI
Published by: Kumaresh Halder
  • Posted:September 27, 2018 10:26 am
  • Updated:September 27, 2018 10:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভিএম নিয়ে বিরোধীদের তোলা দুর্নীতির অভিযোগ রুখতে এবার আসরে নামল জাতীয় নির্বাচন কমিশন৷ ২০১৯-র লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির আস্থা পেতে VVPAT প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার৷ আগামী নির্বাচনে দেশের প্রতিটি বুথে ভিভিপিএটি প্রযুক্তি থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷  

[জঙ্গিদের গুলিতে শহিদ এক জওয়ান, ফের উত্তপ্ত উপত্যকা]

নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের সাধারণ নির্বাচনে প্রতিটি বুথে ভিভিপ্যাট (ভোটার ভেরিফায়াবল পেপার অডিট ট্রেইল) মেশিন বসানোর জন্য দেশীয় বিভিন্ন সংস্থাকে বরাত দেওয়া হয়েছে৷ প্রাথমিকভাবে ১৭.৪৫ লক্ষ মেশিন কেনা হবে৷ এই মুহূর্তে কমিশনের হাতে রয়েছে ৯.৪৫ লক্ষ মেশিন৷ চলতি বছরের শেষের দিকে আরও আট লক্ষ নতুন মেশিন কেনার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই ইভিএম মেশিন কেনার জন্য ১২ হাজার কোটি টাকা ও ভিভিপ্যাট মেশিন কেনার জন্য ৩ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র৷

Advertisement

[সুপ্রিম নির্দেশের পর কোথায় কোথায় লাগবে আধার?]

কীভাবে কাজ করে এই ভিভিপিএটি যন্ত্র? সংবাদ সংস্থা সূত্রে খবর, ভোটার যে দলের প্রতীকে ভোট দেবেন, তার একটি প্রিন্ট আউট ওই মেশিন থেকে বেরিয়ে ভোট বক্সে পড়বে৷ ওই কাগজ ভোটদাতারা বাড়িতে নিয়ে যেতে পারবে না৷ বেশ কিছু জায়গায় পরীক্ষমূলকভাবে প্রয়োগ করা হয়েছে৷ এর আগে দিল্লি, উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে বিরোধীরা৷ কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল ও আম আদমি পার্টি ও মায়াবতীর বিএসপির তরফেও নির্বাচনে যন্ত্রের কারসাজির অভিযোগ তোলা হয়৷ ফলে, আগামী নির্বাচনগুলিতে স্বচ্ছতা আনতে তৃণমূল-সহ ১৬টি রাজনৈতিক দল ব্যালট ফিরিয়ে আনারও দাবি জানায়৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধীদের আস্থা পেতে আগামী নির্বাচনে ১০০ শতাংশ বুথে ভিভিপ্যাটের ব্যবস্থা করা হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআইকে জানান কমিশনের এক শীর্ষ আধিকারিক৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement