সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের ২৩০টি বিধানসভা আসনে শুরু ভোটগ্রহণ পর্ব। সকাল থেকেই উৎসবের মেজাজে বুথমুখী ভোটাররা। ভোটগ্রহণ ঘিরে রাজ্যজুড়েই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘ দেড় দশক একটানা ক্ষমতায় থাকা বিজেপি শাসিত রাজ্যে এবারে হাড্ডাহাড্ডি লড়াই। রাজনৈতিক মহলে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বিজেপির ‘পোষ্টার বয়’ বলা হয়। শিবরাজের ‘ক্যারিশ্মা’তেই রাজ্যে বিজেপি দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখেছে বলে সকলে একবাক্যে স্বীকার করেন। সেই শিবরাজের সামনেই এবারে শক্ত চ্যালেঞ্জ। শুধু চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে বসা তো বটেই, সঙ্গে লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশে গড় রক্ষা করাও কঠিন চ্যালেঞ্জ বিজেপির। আর সেকারণেই হয়তো ভোটের দিন সাতসকালে নর্মদা নদীর তীরে পুজো দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে। সঙ্গে ছিলেন স্ত্রী সাধনা এবং পরিবারের অন্য সদস্যরা। একা বিজেপি নয়, মন্দিরমুখী হয়েছে কংগ্রেসও। প্রথমবার প্রদেশ সভাপতির দায়িত্বে থাকা কমল নাথও সকাল সকালই হনুমান মন্দিরে পৌঁছে গিয়েছেন। পুজো দেওয়ার পর তাঁর দাবি, “মধ্যপ্রদেশের সহজ-সরল মানুষগুলো দীর্ঘদিন ধরে প্রতারিত হয়েছেন, তাঁদের উপর আমার পূর্ণ আস্থা আছে।
Congress leader Kamal Nath offers prayers at a Hanuman temple in Chhindwara #MadhyaPradeshElections2018 pic.twitter.com/tjdOwNrwtJ
— ANI (@ANI) November 28, 2018
Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chauhan prays on the banks of Narmada river, in Budhni. Voting in the state is underway. #MadhyaPradeshElections2018 pic.twitter.com/Hh9hjNds8Y
— ANI (@ANI) November 28, 2018
বিজেপি ও কংগ্রেস উভয় দলই এবারের নির্বাচনে ব্যাপক প্রচার করেছে। শিবরাজ এক একদিনেই দু’ডজন সভা করেছেন। ১৪৯টি জনসভা-সহ রোড শো করেছেন তিনি। তারপরেই আছেন কংগ্রেসের তরুণ তুর্কি, গুনার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর সভার সংখ্যা ১১০টি। কংগ্রেস ক্ষমতা দখল করতে পারলে জ্যোতিরাদিত্য মুখ্যমন্ত্রী হতে পারেন বলে জল্পনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দশটি জনসভা করেছেন। বিজেপি সভাপতি অমিত শাহ ২৩টি জনসভা ও রোড শো করেছেন। অন্যদিকে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ২২টি জনসভা ও রোড শো করেছেন। এর পাশাপাশি দুই দলেরই তারকা প্রচারকরা প্রচুর জনসভা করেছেন। বিজেপির যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানির মতো তারকা প্রচারকদের বহু জনসভা করার বিষয়টি তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, উত্তরপূর্ব ভারতে কংগ্রেসের শেষ দূর্গ মিজোরামেও শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টে পর্যন্ত। ৪০ আসনের মিজোরাম বিধানসভায় এবারে মূল লড়াই কংগ্রেস এবং স্থানীয় হেভিওয়েট মিজো ন্যাশনাল ফ্রন্টের মধ্যে। তবে, লড়াইয়ে আছে বিজেপিও। তারা এবার ৩৯ আসনে প্রার্থী দিয়েছে। ছোট রাজ্য হলেও এই রাজ্যে প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মতো স্টার প্রচারকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.