Advertisement
Advertisement

Breaking News

Rajya Sabha

গুজরাটে শোচনীয় ফলাফলের ধাক্কা, রাজ্যসভায় আরও সঙ্গিন কংগ্রেসের অবস্থা

দুই রাজ্যের ভোটফলের প্রভাব সংসদেও।

Voting results of two states will affect Rajya Sabha। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:December 11, 2022 2:06 pm
  • Updated:December 11, 2022 2:51 pm  

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujarat Elction 2022) ফলাফল আগামিদিনে রাজ্যসভার হিসেবনিকেশও পালটে দেবে। আর তাতে সবথেকে বেশি ক্ষতি হতে চলেছে কংগ্রেসেরই (Congress)। গুজরাট থেকে রাজ্যসভায় ১১টি আসন রয়েছে। সেই আসনের মধ্যে বর্তমানে আটটি আসন বিজেপি (BJP) ও তিনটি কংগ্রেসের দখলে রয়েছে। তবে, অদূর ভবিষ্যতে এই সব ক’টি আসনই যাবে বিজেপির ঘরে। শুধু নির্বাচনে পরাজয়ই নয়, গুজরাট ভোটে কংগ্রেসের শোচনীয় ফলাফল তাদের পিছিয়ে দেবে রাজ্যসভাতেও।

আগামী বছরের আগস্ট মাসেই গুজরাট থেকে রাজ্যসভার তিনটি আসন খালি হবে। সেই তিনটি আসনই বিজেপি পাবে। ২০২৬ সালের মধ্যেই গুজরাট থেকে রাজ্যসভায় কংগ্রেসের কোনও প্রতিনিধি থাকবে না। শুধু গুজরাটই নয়, একের পর এক রাজ্যে বিধানসভা নির্বাচনে খারাপ ফলের জেরে ক্রমশ রাজ্যসভাতেও দুর্বল হয়ে পড়ছে কংগ্রেস। চলতি বছরের শুরুতেই পাঞ্জাব বিধানসভা নির্বাচনের পরেই রাজ্যসভায় পাঞ্জাব থেকে কংগ্রেস প্রতিনিধিবিহীন হয়েছে। বর্তমানে পাঞ্জাবের সাতটি বিধানসভা আসনের সব ক’টিই রয়েছে আম আদমি পার্টি (আপ) দখলে (AAP)।

Advertisement

[আরও পড়ুন: প্রাক্তন কংগ্রেস নেতাতেই আস্থা, ত্রিপুরায় নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করল তৃণমূল]

অতীতে আপ-এর কারণেই দিল্লি থেকেও রাজ্যসভায় প্রতিনিধিহীন হয়েছিল কংগ্রেস। গুজরাটে খারাপ ফলের কারণে আসন না পেলেও হিমাচলে (Himachal Pradesh) ক্ষমতা দখল করার সূত্রে সেখান থেকে রাজ্যসভায় কংগ্রেসের খাতা আবার খুলবে আগামিদিনে। সেখানকার তিনটি রাজ্যসভা আসনের সবকটিই বর্তমানে বিজেপির দখলে রয়েছে। তার মধ্যে ২০২৪ সালের এপ্রিল মাসে একটি আসন খালি হবে। হিসাবের অঙ্কে সেই আসনটি কংগ্রেসের ঘরেই যাওয়ার কথা।

তা হলে খানিকটা হলেও মুখ পুড়বে বিজেপির। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রাজ্যসভায় মেয়াদ শেষ হওয়াতেই আসনটি খালি হবে সেখানে। সেক্ষেত্রে নাড্ডার নিজের রাজ্য হিমাচল থেকে তাঁকে রাজ্যসভায় পাঠানো দুষ্কর হবে বিজেপির পক্ষে। আবার রাজ্যসভার ভোটে ক্রস ভোটিংয়েরও বহু নজির রয়েছে। কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

হিমাচল থেকে আগামী দিনে রাজ্যসভায় কংগ্রেসের আসন বাড়বে সেই চিত্র স্পষ্ট হতেই সেখানকার কংগ্রেস নেতা আনন্দ শর্মা নড়েচড়ে বসেছেন বলে কংগ্রেস সূত্রের খবর। বর্তমানে হিমাচল, দিল্লি, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড– এই পাঁচটি রাজ্য যেখানে রাজ্যসভার সমস্ত আসনে একটি দলেরই প্রতিনিধিত্ব রয়েছে।

[আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতি কার্যকরের পথে কেন্দ্র, এবার অনার্স-সহ স্নাতকের ডিগ্রি পেতে লাগবে ৪ বছর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement