Advertisement
Advertisement

Breaking News

Haryana

পিছিয়ে যাচ্ছে হরিয়ানার ভোট? কমিশনে চিঠি আরও এক রাজনৈতিক দলের

পিছবে কাশ্মীরের ভোটগণনাও।

Voting in Haryana may be postponed
Published by: Paramita Paul
  • Posted:August 25, 2024 5:36 pm
  • Updated:August 25, 2024 5:39 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: হরিয়ানার নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে যাওয়া কার্যত নিশ্চিত। সূত্রের দাবি, পয়লা অক্টোবরের বদলে সে রাজ্যের বিধানসভা নির্বাচন হতে পারে ৭ অথবা ৮ অক্টোবর। নির্বাচন কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মঙ্গলবার। হরিয়ানার ভোট পিছিয়ে গেলে কাশ্মীরের ভোটগণনাও পিছিয়ে যাবে। কারণ দুই রাজ্যের ভোটের ফল একইসঙ্গে ৪ অক্টোবর ঘোষণা হওয়ার কথা ছিল।

হরিয়ানা বিধানসভা ভোটের দিনক্ষণ বদলের দাবি জানিয়েছে বিজেপি। শুধু গেরুয়া শিবির নয়, অখিল ভারতীয় বিষ্ণোই মহাসভাও মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি লিখে ভোটের দিন বদলের দাবি জানিয়েছে। তাদের সুরেই সুর মিলিয়ে এবার নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কমিশনকে চিঠি দিল আইএনএলডি-ও। যুক্তি, ১ অক্টোবর রাজস্থানের বিকানেরে বড় মেলা হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিষ্ণোই সম্প্রদায়ের মানুষজন হাজির হন। তাই ভোটের দিন পাল্টানোর দাবি তাদের।

Advertisement

[আরও পড়ুন: দীর্ঘ টালবাহানার অবসান, কাশ্মীরে আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন ওমর আবদুল্লা]

বিজেপির দাবি অবশ্য অন্য। তাদের রাজ্য সভাপতি মোহনলাল বড়োরি চিঠিতে লিখেছেন, ২৮ ও ২৯ সেপ্টেম্বর শনি ও রবিবার। মাঝে একটা দিন বাদ দিয়েই ১ সেপ্টেম্বর রাজ্যের ভোটের জন্য ছুটি থাকবে। আবার ২ অক্টোবর গান্ধী জয়ন্তী এবং ৩ অক্টোবর অগ্রসেন জয়ন্তীর ছুটি রয়েছে। এত লম্বা ছুটিতে ভোটাররা বাইরে বেড়াতে চলে যেতে পারে। সেক্ষেত্রে ভোট কম পড়বে বলে চিঠিতে আশঙ্কা।

উল্লেখ্য, ১৬ আগস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছিলেন, ১ অক্টোবর এক দফায় হরিয়ানার ৯০টি বিধানসভা আসনের নির্বাচন হবে এবং গণনা হবে ৪ অক্টোবর। একইদিনে কাশ্মীরের ভোটগণনা হওয়ার কথা। হরিয়ানার ভোটগ্রহণের দিনক্ষণ পিছিয়ে গেলে কাশ্মীরের ভোটগণনাও পিছিয়ে যাবে বলে আশঙ্কা।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement