সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে একপ্রকার কল্পতরু হয়ে যান নেতারা৷ তখন তাঁদের একমাত্র লক্ষ্য থাকে ভোটারদের বোঝানো ‘আমি তোমাদেরই লোক’৷ সেজন্য সম্ভব-অসম্ভবের কথা না ভেবে প্রতিশ্রুতি ঝাঁপি খুলে বসেন তাঁরা৷ চাহিদা একটাই, ‘ভোট’৷ তবে প্রতিপক্ষ বিজেপিকে রুখতে কংগ্রেসের শরিক দলের সুপ্রিমো কেশব দেব মৌর্য যা করলেন, তাতে অবাক রাজনৈতিক মহলের একাংশ৷ সম্প্রতি উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে যান মহান দলের সুপ্রিমো৷ একটি জনসভায় ভোটারদের কাছে অদ্ভুত দাবি করেন তিনি৷ বলেন, ‘অন্য কাউকে নয়, কংগ্রেস প্রার্থী পাকিস্তান থেকে এলেও তাঁকেই ভোট দিন৷’
[প্রবল বিক্ষোভের জের, ‘পিআরসি’ সিদ্ধান্তে পিছু হঠল অরুণাচল সরকার ]
বিজেপির বিরুদ্ধে ৮০ লোকসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশে জোট বেঁধেছে সমাজবাদী পার্টি ও বিএসপি৷ সেই জোটে নেই কংগ্রেস৷ ভোটের অঙ্কের কথা মাথায় রেখে বরং কিছু ছোট আঞ্চলিক দলের সঙ্গে জোট করেছে রাহুল গান্ধীর দল৷ যাদের মধ্যে অন্যতম মহান দল৷ সেই দলেরই সুপ্রিমো হলে কেশব দেব মৌর্য্য৷ উত্তরপ্রদেশের মোরাদাবাদে কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার সভায় উপস্থিত হয়েছিলেন তিনি৷ সেখানেই ভোটারদের এই বিতর্কিত মন্তব্য করেন মহান দলের নেতা৷ বলেন, ‘‘প্রার্থী কে সেটা দেখবেন না৷ শুধু ‘হাত’ চিহ্ন দেখবেন, আর তাতেই ভোট দেবেন৷ প্রার্থী যে’ই হোক৷ ভাল হোক বা খারাপ হোক৷ পাকিস্তান থেকে এসে লড়ুক, মহান দলের কোনও অসুবিধা নেই৷’’ শরিক দলের নেতা যখন একথা বলছেন তখন সেই মঞ্চেই উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বব্বর, দলের শীর্ষ নেতা রশিদ আলভি ও নসিমুদ্দিন সিদ্দিকিরা৷ যদিও পরে, পুলওয়ামায় শহিদ জওয়ানদেরও শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি৷ কিন্তু কংগ্রেসের শরিক নেতার বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷
[পুলওয়ামার পর সবুজ সংকেত, শহরে অত্যাধুনিক ‘ধনুষ’-এর নল তৈরির কাজ শুরু]
২০১৪-র লোকসভা নির্বাচনে মোদিকে রাজধানীর কুরসিতে বসাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে উত্তরপ্রদেশ৷ ৮০ লোকসভা আসন বিশিষ্ট এই রাজ্যের ৭৩টি আসন পায় বিজেপি ও তার জোটসঙ্গীরা৷ কিন্তু এবারে লড়াইটা কঠিন৷ একদিকে জোট বেঁধেছে সপা-বসপা৷ অন্যদিকে, মহাজোটে না গিয়ে, ছোট আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করেছে কংগ্রেস৷ মহান দল যাদের মধ্যে অন্যতম৷ তাদের পক্ষে রয়েছে ওবিসি ভোটের একটা বড় অংশ৷ পাশাপাশি, প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের বিশেষ দায়িত্ব দিয়েছে কংগ্রেস৷ ফলে আসন্ন লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহলের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে উত্তরপ্রদেশ৷
Mahan Dal chief Keshav Dev Maurya to his party supporters in Moradabad: Pratyashi mat dekhna, haath ka panja (Congress’ election symbol) dekh lena, usi pe vote de dena, pratyashi koi bhi ho, accha ho, kharab ho, Pakistan se bhi aake lade, Mahan Dal ko koi aitraaz nahi hoga pic.twitter.com/4Gqmms3bGU
— ANI UP (@ANINewsUP) February 24, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.