Advertisement
Advertisement

Breaking News

শহিদদের পরিবারকে ২৫টি ফ্ল্যাট উপহার বিবেক ওবেরয়ের

ছবির প্রমোশন নয়, স্রেফ দেশকে ভালবেসেই.... অভিনেতাকে কুর্নিশ।

Vivek Oberoi's organisation donates 25 flats to martyr jawans' kin
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 13, 2017 7:56 am
  • Updated:May 13, 2017 8:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুকমায় অতর্কিত মাও হামলায় প্রাণ হারিয়েছেন ২৫ জন আধাসেনা। এবার তাঁদের পরিবারের সাহায্যার্থে এগিয়ে এলেন অভিনেতা বিবেক ওবেরয়। শহিদদের পরিবারকে ২৫টি ফ্ল্যাট উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। তাঁর সংস্থার তরফে এই উপহার তুলে দেওয়া হবে শহিদদের পরিবারের সদস্যদের হাতে।

পাগলাগারদে পাঠানো উচিত সোনুকে, মত রাখি সাওয়ান্তের ]

Advertisement

মাও দমনে সরকারী নীতি যতই কঠোর হোক না কেন, তার ফাঁক গলেই আক্রমণ শানিয়েছিল নকশালরা। গ্রামবাসীদের কাজে লাগিয়ে প্রথম আধাসেনাদের অবস্থান জেনে নেয় তারা। তারপরই সরাসরি আক্রমণ করা হয়। প্রথম আক্রমণে হকচকিয়ে যায় সেনা। যদিও প্রাথমিক ধাক্কা কাটিয়ে পাল্টা জবাব দিতে সমর্থ হয়েছিলেন আধাসেনারা। কিন্তু ততক্ষণে বড় ক্ষতি হয়ে গিয়েছে। অনেকেই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছিলেন বহু আধাসেনা। সব মিলিয়ে ২৫জন শহিদ হন এ ঘটনায়। এবার তাঁদের পরিবারের পাশে থাকতেই এগিয়ে এলেন অভিনেতা বিবেক ওবেরয়।

সানি লিওনকে এই রূপে কখনও দেখেছেন কি? ]

সুকমায় শহিদদের জন্য ইতিমধ্যেই এগিয়ে এসেছিলেন অভিনেতা অক্ষয়কুমার। এর আগেও তিনি সেনাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সময়ে। এবারও অর্থসাহায্য করেছিলেন। এগিয়ে এসেছিলেন ক্রিকেটার গৌতম গম্ভীরও। সুকমায় শহিদদের সন্তানদের পড়াশোনার ভার নিয়েছিলেন তিনি। এবার পালা বিবেকের। তাঁর সংস্থার তরফে ২৫টি ফ্ল্যাট শহিদদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন অভিনেতা।

এদিকে শহিদের পরিবারকে দেওয়া চেক বাউন্স করায় বেশ সমালোচনার মুখে পড়েছিল নীতিশ কুমারের সরকার। পাশাপাশি সমালোচনা হয়েছে ইন্ডাস্ট্রির তথাকথিত বিগ স্টারদের নিয়েও। বিভিন্ন সময়ে দেশের অসহিষ্ণু পরিবেশ নিয়ে তাঁদের সমালোচনা করতে দেখা যায়। কিন্তু শহিদদের পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কেউই প্রায় সামনে আসেন না। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশের উন্নয়নের ভার শুধু প্রশাসনের উপর বর্তায় না। সকলের সম্মিলিত অংশগ্রহণেই তা সম্ভব। শহিদদের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে সে কথাই যেন প্রমাণ করে দিচ্ছেন অক্ষয়, গম্ভীর, বিবেকরা।

প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে প্রতিবাদ জওয়ানের স্ত্রীর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement