সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিলল চূড়ান্ত আইনি ছাড়পত্র। নভেম্বরেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে ভিস্তারা এয়ারলাইন্স। সব ঠিক থাকলে আগামী ১২ নভেম্বর সরকারিভাবে এক হয়ে যাবে ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া। ওই দিন থেকেই নিজেদের পরিষেবা বন্ধ করছে ভিস্তারা। আগামী মাস থেকেই বন্ধ হচ্ছে টিকিট বিক্রি। যাত্রীরা চাইলেও এই বিমানের টিকিট কাটতে পারবেন না।
শুক্রবারই সিঙ্গাপুর এয়ারলাইন্স ঘোষণা করে ভারত সরকারের কাছ থেকে বিদেশি বিনিয়োগের ছাড়পত্র (FDI) পেয়েছে তারা। যার অর্থ ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার মার্জারের ব্যাপারে আইনি জটিলতা মিটল। কিন্তু এখন প্রশ্ন হল, সেপ্টেম্বরের পর কীভাবে টিকিট কাটবেন ভিস্তারার যাত্রীরা? আগে থেকে যেসব যাত্রী টিকিট কেটে রেখেছেন, তাঁদের কী হবে?
ভিস্তারার তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর থেকে যাত্রীরা আর ভিস্তারার বিমানের টিকিট কাটতে পারবেন না। এর পর থেকে টিকিট কাটতে হবে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ১২ নভেম্বরের পর থেকে ভিস্তারার বিমানগুলি এয়ার ইন্ডিয়ার অধীনে কাজ করবে। তার আগের দিন অর্থাৎ ১১ নভেম্বর পর্যন্ত ভিস্তারার স্বাভাবিক বিমান পরিষেবা চালু থাকবে। যে সব যাত্রী ইতিমধ্যেই ১১ নভেম্বর পর্যন্ত ভিস্তারার অধীনের টিকিট কেটেছেন, তাঁরা পরিষেবা পাবেন। ১২ নভেম্বরের পর যে সব যাত্রী ভিস্তারার অধীনে টিকিট কেটেছেন, তাঁদের টিকিট ট্রান্সফার করা হচ্ছে এয়ার ইন্ডিয়ায়। যাত্রীদের সে ব্যাপারে ইমেল করে জানিয়েও দেওয়া হবে। যাত্রীরা যাতে কোনওরকম সমস্যায় না পড়েন সেটা নিশ্চিত করার চেষ্টা করবে দুই সংস্থাই। ভিস্তারার ওয়েবসাইটে বিমান চলাচল চক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে।
এয়ার ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্যই সংযুক্তিকরণের পথে হাঁটতে চাইছে টাটা (Tata)। এর ফলে সিঙ্গাপুর এয়ারলাইন্স বিপুল বিনিয়োগ করতে চলেছে এয়ার ইন্ডিয়ায়। ফলে এয়ার ইন্ডিয়ায় (Air India) বিমানের সংখ্যা এক লাফে অনেক বাড়তে চলেছে। দেশের নানা প্রান্তে এয়ার ইন্ডিয়ার রুটের সংখ্যাও বাড়বে। এয়ার ইন্ডিয়ার দায়িত্ব টাটা গোষ্ঠীর হাতে যাওয়ার পরেই ভিস্তারার সঙ্গে সংযুক্তিকরণের বিষয়টি শোনা যাচ্ছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.