Advertisement
Advertisement

Breaking News

এক টিকিটেই দক্ষিণ ভ্রমণ

দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দিরগুলিকে এ ভাবে এক যাত্রায় দর্শন করে নেওয়ার সুযোগ এই প্রথম৷

Visit South India With One Ticket From IRCTC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2016 9:34 am
  • Updated:June 17, 2016 9:34 am  

দেবশ্রী সিনহা: একটিই টিকিটে দক্ষিণের ধর্মীয় স্থানগুলি ট্রেনে বেড়ান, মন্দিরে পুজো দিন৷ লাইনেও দাঁড়াতে হবে না৷ হোটেলে থাকা থেকে দর্শনীয় স্থান ভ্রমণ৷ সব দায়িত্ব রেলের৷
পুজোয় তল্পি-তল্পা গুছিয়ে বেরিয়ে পড়ুন পুণ্যভূমের পথে৷ এক টিকিটেই বেড়িয়ে নিন অন্ধ্রপ্রদেশের তিরুপতি ও তামিলনাড়ুর রামেশ্বরম ও মাদুরাইয়ের বিখ্যাত মন্দিরগুলি৷ রেলমন্ত্রক দক্ষিণ ভারতে পর্যটনের কথা মাথায় রেখে আগামী মাসের ১৬ তারিখ থেকে শুরু করতে চলেছে দক্ষিণ ভারতের জন্য প্রথম সার্কিট ট্রেন৷

south1_web
সেমি লাক্সারি এই ট্রেনের টিকিট কাটার পর আলাদা আলাদা ট্রেনে টিকিট কাটা ও কনফার্ম করানোর জন্য যেমন ছোটাছুটি করতে হবে না, তেমনই ভাবতে হবে না হোটেল বুকিং ও থাকা-খাওয়া নিয়েও৷ এমনকী, তিরুপতি মন্দির হোক বা বিখ্যাত মীনাক্ষী মন্দির, হোটেল থেকে মন্দির নিয়ে যাওয়া-আসারও দায়িত্ব নেবে রেলমন্ত্রকের অধীনে থাকা আইআরসিটিসি৷
রেল সূত্রের খবর, এই ট্রেনে সফর করলে যাত্রীদের পুজো দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনেও দাঁড়িয়ে থাকতে হবে না৷ কারণ তখন তাঁরা হবেন ভিআইপি দর্শনার্থী৷ চলতি বছরের রেল বাজেটে রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু বলেছিলেন, “পর্যটনের দিকেও বিশেষ নজর দেবে রেল৷ পর্যটকদের কথা মাথায় রেখেই শুরু করা হবে বিভিন্ন জায়গার রেল পরিষেবা৷”

Advertisement

south2_web

ইতিমধ্যেই বারাণসী, গয়া-সহ বৌদ্ধধর্মের পীঠস্থানগুলির জন্য আগেই চলেছে তীর্থ স্পেশ্যাল৷ রাজস্থানের ডেসার্ট সার্কিটের ‘প্যালেস অন হুইলস’ এখন তো রীতিমতো জনপ্রিয় হয়ে গিয়েছে৷ এমনকী, চলতি মাসের বিশ্ব পরিবেশ দিবসের দিন উদ্বোধন হয়েছে টাইগার সার্কিটের ট্রেনও৷ কিন্তু দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দিরগুলিকে এ ভাবে এক যাত্রায় দর্শন করে নেওয়ার সুযোগ এই প্রথম৷ পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে এই ট্রেনে থাকবে শুধুমাত্র ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস এসি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement