Advertisement
Advertisement
Vishva Hindu Parishad

হরিয়ানা হিংসায় অভিযুক্তের সঙ্গে যোগ নেই বজরং দলের, দাবি বিশ্ব হিন্দু পরিষদের

নুহের সংঘর্ষে মৃত্যু হয় ছ'জনের।

Vishva Hindu Parishad denies all the connection with the accuse। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 16, 2023 8:09 pm
  • Updated:August 17, 2023 8:03 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার নুহতে হওয়া সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় গ্রেপ্তার হয়েছে ‘গোরক্ষক’ বিট্টু বজরঙ্গি। এরপরই, অভিযুক্তের সঙ্গে বজরং দলের কোনও যোগ নেই বলে দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ।

বলে রাখা ভাল, বিশ্ব হিন্দু পরিষদেরই (ভিএইচপি) শাখা বজরং দল। বুধবার এক বিবৃতি দিয়ে ভিএইচপি জানায়, ‘রাজ কুমার ওরফে বিট্টু বজরঙ্গি যে নিজেকে বজরং দলের কর্মী বলছে তাঁর সঙ্গে দলের কোনওদিন কোনও সম্পর্ক ছিল না। যে সব ভিডিও বিট্টু প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ তা সমর্থন করে না।’ মঙ্গলবারই নুহয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় বিট্টু বজরঙ্গিকে।

Advertisement

বিট্টুর গ্রেপ্তারির পর পুলিশ জানায়, বজরঙ্গি ‘গোরক্ষা বজরং বাহিনী’র প্রেসিডেন্ট। ফরিদাবাদের তাউরুর তদন্তকারী দল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৮(দাঙ্গা), ১৪৯(বেআইনি জমায়েত), ৩২২(আঘাত করা)-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এরপর নুহ পুলিশের মুখপাত্র জানান, “বুধবার বিট্টুকে স্থানীয় আদালতে পেশ করা হয়েছে।”

[আরও পড়ুন: বাজপেয়ীর সমাধিতে একজোট NDA নেতারা, হাজির নীতীশ কুমারও, ব্যাপারটা কী?]

উল্লেখ্য, গত ৩১ জুলাই বিজেপিশাসিত হরিয়ানার নুহ-তে ‘ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা’র আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। গুরুগ্রাম-আলোয়ার হাইওয়ের মিছিলে বাধা দেয় একদল যুবক। তারা মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। তার জেরেই তুমুল অশান্তি শুরু হয়। গুলি চালানোর ঘটনাও ঘটে। হামলা চালানো হয় ধর্মীয় স্থানেও। এই সংঘর্ষে মৃত্যু হয় ছ’জনের।

অন্যদিকে, নুহের এই ঘটনায় বিজেপি সরকারের দিকেই আঙুল তুলেছে বিরোধী শিবির। তাদের অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের রাশ নিজেদের হাতে রাখতে গেরুয়া শিবির এই সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দিয়েছে। ২০২৪-এর আগে হরিয়ানায় যদি মেরুকরণ সফল হয় তাহলে আখেরে লাভ হবে বিজেপিরই।

[আরও পড়ুন: হিমাচলকে ‘দুর্যোগ-বিধ্বস্ত’ রাজ্য ঘোষণা করুন, মোদির কাছে আরজি কংগ্রেসের]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement