Advertisement
Advertisement

Breaking News

নগ্ন সাধুকে নিয়ে টুইট করে বিপাকে বিশাল, ছাড়ছেন রাজনীতি

বিশালের টুইট নিয়ে জলঘোলা শুরু হওয়া মাত্র ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি৷

Vishal Dadlani to quit after Nude Monk tweet Row
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 28, 2016 2:32 pm
  • Updated:August 28, 2016 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানা বিধানসভায় বক্তব্য রাখা দিগম্বর সাধু তরুণ সাগরকে নিয়ে টুইট করে বিপাকে পড়লেন সুরকার বিশাল দাদলানি৷ আপের সক্রিয় সদস্য বিশালের টুইট নিয়ে জলঘোলা শুরু হওয়া মাত্র ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি৷

বিধানসভার বাদল অধিবেশনে ‘কড়ে বচন’ নামে বিশেষ এক বিভাগে আমন্ত্রিত ছিলেন ওই দিগম্বর সাধু৷ সম্পূর্ণ উলঙ্গ হয়েই সেখানে বক্তৃতা দেন তিনি৷ ভ্রূণহত্যা রোখার দাওয়াই থেকে ধর্ষণ ও অপরাধ কমানোর একাধিক উপায় বাতলান তিনি৷ তাঁর ছবি ছড়িয়ে পড়ামাত্রই সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা দেয়৷ প্রতিক্রিয়া দেন বিশাল দাদলানিও৷ কিন্তু তাঁর টুইট ঘিরে ব্যাপক জলঘোলা শুরু হয়৷ খোদ দিল্লির মুখ্যমন্ত্রী আক্ষেপ প্রকাশ করেন৷ জৈন সাধুকে তিনি চেনেন বলে জানিয়ে আপ সুপ্রিমো জানান, তাঁর সম্পর্কে মশকরা করা দুর্ভাগ্যজনক৷

Advertisement

Cq46wmGW8AAWxmu

দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও দাদলানির এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয়৷ টুইটেই বিশালকে একহাত নেন গায়ক অভিজিতও৷ স্বভাবসিদ্ধ কড়া ভাষায় তিনি আক্রমণ করেন তাঁকে৷ আর এরপরই ক্ষমা চেয়ে টুইট মুছে দেন বিশাল৷ সবরকম বিতর্ক এড়াতে রাজনীতি ছাড়ার কথাও ঘোষণা করেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement