Advertisement
Advertisement
ইমরান খান

‘অপমানিত হওয়ার নিত্যনতুন রাস্তা আবিষ্কার করছেন ইমরান’, কটাক্ষ বীরেন্দ্র শেহবাগের

ভারতকে ছোট করতে গিয়ে বিশ্বজুড়ে হাসির খোরাক হয়ে উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী।

Sehwag Says Imran Khan
Published by: Soumya Mukherjee
  • Posted:October 3, 2019 8:02 pm
  • Updated:October 3, 2019 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছর আগে নাকি একটি গাছের ডালে বসে সেটাকেই কুড়ল দিয়ে কাটছিলেন কালিদাস। বিখ্যাত কবি হওয়ার পরেও পুরনো সেই কর্মকাণ্ডের জেরে জীবিতকালে অনেকবার কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। মৃত্যুর পরে রেহাই পাননি তিনি। আজও অতীতের সেই বর্ণময় চরিত্রকে নিয়ে ইয়ার্কিতে মাততে দেখা যায় কাউকে কাউকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়েও বর্তমান সেই ঘটনা ঘটছে। ভারতের
বদনাম করতে গিয়ে সারা বিশ্বের কাছেই হাসির খোরাক হচ্ছেন তিনি। যা আরও বেড়েছে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখার পরে। পাড়ার রকে আড্ডা মারা যুবকদের ভাষায় যাকে ‘খিল্লি’ বলে তাই করা হচ্ছে তাঁকে নিয়ে। আর তার রাস্তা ইমরান নিজেই তৈরি করছেন বলে কটাক্ষ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ।

[আরও পড়ুন: ‘মুখে গান্ধী, মনে গডসে’, বিজেপি সরকারকে কটাক্ষ আসাদউদ্দিন ওয়েইসির]

সম্প্রতি আমেরিকার একটি টিভি চ্যানেলের অ্যাংকর লাইভ অনুষ্ঠান চলাকালীন রীতিমতো অপমান করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। আর সেই ভিডিও টুইটারে পোস্ট করেন ইমরান খানের তীব্র সমালোচনা করেছেন শেহবাগ। কটাক্ষ করে লিখেছেন, ‘কয়েকদিন আগে রাষ্ট্রসংঘে বক্তব্য রাখতে গিয়ে অপদস্থ হয়েছিলেন। তারপর থেকে অপমানিত হওয়ার নিত্যনতুন রাস্তা আবিষ্কার করছেন ইমরান।’

Advertisement

কয়েকদিন আগে রাষ্ট্রসংঘের ৭৪ তম সাধারণ সভায় বক্তব্য রাখতে ভারতের উন্নয়ন ও স্বপ্ন নিয়ে আলোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, নিজের বক্তৃতার সময় পাকিস্তান প্রসঙ্গে কোন কথাই বলেনি ইমরান। উলটে কাশ্মীর নিয়ে কথা বলেন। পরমাণু হামলার হুমকি দেন। আর এরপরই সারা বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছেন তিনি।

[আরও পড়ুন:ডাইন অপবাদে পৈশাচিক অত্যাচার, ৬ বৃদ্ধের দাঁত উপড়ে মল খাওয়াল মহিলারা]

সাধারণ সভায় বক্তব্য রাখার পরে আমেরিকার একটি টিভি চ্যানেলের টক শোতে অংশ নিয়েছিলেন ইমরান। সেখানে অ্যাংকরের সঙ্গে কথা বলার সময়ে আমেরিকার পরিকাঠামো নিয়ে কটাক্ষ করার চেষ্টা করেন তিনি। বলেন, ‘আপনি চিনে গিয়ে দেখুন তারা কীভাবে পরিকাঠামোগত দিক থেকে উন্নতি করেছে। কিন্তু, নিউ ইয়র্কের রাস্তায় আমি গাড়ি লাফিয়ে লাফিয়ে চলতে দেখেছি।’ তাঁর এই মন্তব্য ভালভাবে নেননি ওই অ্যাংকর। রেগে গিয়ে ইমরানকে বলেন, ‘আপনি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তা আপনার কথা শুনে বোঝা যাচ্ছে না।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement