Advertisement
Advertisement
Chhattisgarh

ছত্তিশগড়ে সরকারি স্কুলে মদ্যপান ছাত্রীদের! জন্মদিন উদযাপনে চাঞ্চল্যকর অভিযোগ

ঘটনার তদন্তে শুরু করেছে শিক্ষা দপ্তর।

Viral Video shows girl student drinking beer at govt school in Chhattisgarh
Published by: Kishore Ghosh
  • Posted:September 10, 2024 5:27 pm
  • Updated:September 10, 2024 5:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের স্কুলে চাঞ্চল্যকর কাণ্ড। সেখানে একটি সরকারি স্কুলে ছাত্রীরা মদ্যপান করেছে বলে অভিযোগ। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে (ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন)। সেখানেই দেখা গিয়েছে, কোল্ডড্রিঙ্কের সঙ্গে মদ্যপান করছে পড়ুয়ারা। এরপরই শোরগোল পড়ে যায় সে রাজ্যে। পদক্ষেপ করে ছত্তিশগড় শিক্ষা দপ্তর।

জানা গিয়েছে, সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মাস্তুরি এলাকার একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের। ছত্তিশগড় শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, গত ২৯ জুলাই বিতর্কিত দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছিল। বিষয়টি জানা মাত্র ওই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে দপ্তর। এদিকে ভিন্ন সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন এক ছাত্রীর জন্মদিন ছিল। তা উদযাপনের সময় কোল্ডড্রিঙ্কে মদ মিশিয়ে খায় পড়ুয়ারা। অন্য এক ছাত্রী ক্যামেরাবন্দি করে সেই দৃশ্য।

Advertisement

 

[আরও পড়ুন: মহারাষ্ট্রের BJP সভাপতির ছেলের অডির তাণ্ডব নাগপুরে, একাধিক গাড়িতে ধাক্কা, পলাতক!]

ইতিমধ্যে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে। সংশ্লিষ্ট স্কুলের ওই ঘটনার তদন্তে শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন কমিটির সদস্যেরা। তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। জেলা শিক্ষা আধিকারিকের দাবি, পড়ুয়ারা তিন সদস্যের কমিটিকে জানিয়েছে তারা মদ্যপান করেনি। স্রেফ মজা করার জন্যই ওই মদের বোতল হাতে নিয়েছিল।

 

[আরও পড়ুন: ‘রেসপিরেটরি সাপোর্টে’ সংকটজনক সীতারাম ইয়েচুরি, সোশাল মিডিয়ায় বিবৃতি দলের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement