Advertisement
Advertisement

Breaking News

Arnold Dix

তাঁর নেতৃত্বে সাফল্যের পথে উত্তরকাশীর উদ্ধারকাজ, সুড়ঙ্গের বাইরেই পুজো অস্ট্রেলীয় বিশেষজ্ঞের

ভাইরাল হল সুড়ঙ্গ বিশেষজ্ঞের পুজোর ভিডিও।

Viral Video of Tunneling expert prays outside tunnel | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 28, 2023 6:28 pm
  • Updated:November 28, 2023 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র দুই মিটার ড্রিলিং বাকি। সব ঠিক থাকলে ঘণ্টা চারেকের মধ্যে সুড়ঙ্গের অন্ধকার থেকে মুক্ত পাবেন উত্তরকাশীর (Uttarkashi) শ্রমিকরা। এই পরিস্থিতিতে সিল্কিয়ারা-বারকোট সুড়ঙ্গে উদ্ধারকাজের সেনাপতি বিদেশি বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স ( পুজোয় বসলেন। সেই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়। উদ্ধারকাজের শেষ অংশ যাতে নির্বিঘ্নে মেটে, সেই প্রার্থনাতেই না কি সুড়ঙ্গের বাইরে প্রার্থনা করেন ডিক্স।

ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা গিয়েছে, সুড়ঙ্গের বাইরে অস্থায়ী ছোট মন্দিরের সামনে ভারতীয়দের কায়দায় পদ্মাসনে ডিক্স। একজন পুরোহিতও রয়েছেন। চলছে প্রার্থনা এবং পুজো। অস্ট্রেলীয় ডিক্সের পুজোপাঠের ঘটনায় অবাক হয়েছে নেটিজেনরা। যদিও কাজ শুরুর দিনেও তিনি পুজোয় বসেছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ৪১ জন শ্রমিকের মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখা গিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামিকেও।

Advertisement

 

[আরও পড়ুন: ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ! বন্ধ বেআইনি নির্মাণ ভাঙার কাজ]

উল্লেখ্য, সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স অস্ট্রেলিয়ার বাসিন্দা। পৃথিবীর যে কোনও প্রান্তে সুড়ঙ্গে কোনও বিপদ হলে তিনি দলবল নিয়ে পৌঁছে যান। ধস নামা হোক বা আগুন লাগা, পরামর্শ দেন তিনি। ওই পরিস্থিতিতে শ্রমিকদের কীভাবে নিরাপদে বার করে আনা হবে, তা জানান। উত্তরকাশীতে উদ্ধারকাজের দায়িত্বে রয়েছে মোট পাঁচটি সংস্থা— ওএনজিসি, এসজেভিএনএল, আরভিএনএল, এনএইচআইডসিএল এবং টিএইচডিসিএল। এদের মধ্যে সমন্বয় সাধনের কাজ করেন ডিক্স।

 

[আরও পড়ুন: বঞ্চনার প্রতিবাদ! শাহি সভার দিনই ‘কালা দিবসে’র ডাক তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement