সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বকেয়া বেতন চাওয়ার ‘অপরাধে’ এক কর্মীকে বেধড়ক মারধর করলেন দোকানের মালিক! অভিযোগ, এই কাজে তাঁকে সাহায্য করেন অন্য এক কর্মী। ত্রিপুরার (Tripura) ধলাই জেলার এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। দোকান মালিকের অন্যায় আচরণে হতবাক ও ক্ষুব্ধ নেটদুনিয়া। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন সকলে। এদিকে পুলিশ ব্যবস্থা না নিলে থানা ঘেরাও করে আন্দোলনের হুমকি দিয়েছেন স্থানীয় জনজাতি নেতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের আগরতলায় (Agartala) একটি পোশাকের দোকান রয়েছে। নাম অপু সাহা। ওই দোকানেই কাজ করতেন আদিবাসী যুবক সাগর দেব। কাজ ছাড়ার পর এদিন অক্টোবর মাসের বেতন নিতে এসেছিলেন সাগর। কিন্তু বেতন চাইতেই তাঁর উপর নির্মম অত্যাচার চালানো হয়। পোশাকের দোকানের কর্মীকে মারধরের ভিডিয়োটি টুইট করেন জনজাতি সম্প্রদায়ের দল টিপরা মোথা-র (Tipra Motha) প্রধান প্রদ্যোৎ মানিক্য।
ওই ভিডিওতে দেখা গিয়েছে, দোকানে ভেতরেই সাগরকে একের পর এক চড় মারছেন মালিক। যুবকের গায়ের জামাটুকুও নেই। তিনি দর দর করে ঘামছেন। ভিডিও দেখে বোঝা যায়, মালিক ও আরেক কর্মীর মারধরের কারণেই সাগরের ওই অবস্থা। মালিকের মার থেকে নিস্তার পেতে কাকুতে মিনতি করেন যুবক। যদিও এরপরেও তাকে রেয়াত করা হয়নি। এমনকী রড দিয়ে মারা হয় তাঁকে।
Attention @Tripura_Police ! @YTFTIPRA have already taken up this matter with you ! We demand justice ! It breaks my heart to see treatment like this given to anyone ! Kindly Take action or I will personally come down to your station with my YTF warriors ! pic.twitter.com/ysOiiiSY5o
— Pradyot_Tripura (@PradyotManikya) November 8, 2022
পরে আগরতলা থানায় মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত আদিবাসী যুবক সাগর দেব। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। জনজাতি সম্প্রদায়ের দল টিপরা মোথা-র প্রধান প্রদ্যোৎ মানিক্য এই ঘটনার পর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। টুইটে ভিডিওর সঙ্গে ক্যাপশানে তিনি লেখেন, “কোনও মানুষের সঙ্গে এমন নির্মমতায় আমি বেদনাবোধ করি। আমরা বিচার চাই এই ঘটনার।” টুইটটি পুলিশকে ট্যাগ করেন জনজাতি নেতা লেখেন, “অনুগ্রহ করে ব্যবস্থা নিন। নচেত টিপরা মোথার সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করব।” এদিকে এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা। তারাও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.