সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদির রাজ্যে গুজরাটে (Gujarat) এক নেতার ভাইপোর বিয়ে উপলক্ষে টাকা ওড়ানোর দৃশ্য ভাইরাল হয়েছিল মাস খানেক আগে। ওই ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন নেটিজেনরা। এবার নাগাল্যান্ডে (Nagaland) ভোটে জেতার আনন্দে টাকা ওড়ানোর দৃশ্য ভাইরাল হল। এনপিপি (NPP) নেতা-কর্মীরা এভাবেই উচ্ছ্বাসে মাতলেন। উল্লেখ্য, মেঘালয়ে (Meghalay) ফের সরকার গড়তে চলেছে এনপিপি। অন্যদিকে পড়শি রাজ্য নাগাল্যান্ডেও ৫টি আসন পেয়েছে তারা। এরপরই নাগাল্যান্ডে এক এনপিপি নেতার বাড়ির সামনে ঢাক-ঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মাতেন কর্মী-সমর্থকরা। সেখানেই দেখা গেল টাকা ওড়ানোর দৃশ্য। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
এনপিপি নেতা কিপিলি সাংমার বাড়ি নাগাল্যান্ডের কিফিরেতে। ভোটে জেতার খবর প্রকাশ্যে আসার পরেই নেতার বাড়ির সামনে জড়ো হয়েছিলেন কয়েকশো কর্মী-সমার্থক। সেখানেই ঢাক-ঢোল বাজিয়ে নাচে-গানে উদযাপনের পাশাপাশি নেতার বাড়ির ছাদ থেকে ওড়ানো হয় টাকা। সেই টাকা কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায়। টাকা ওড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এভাবে টাকা উড়িয়ে নির্বাচনে জয় উদযাপন নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
#viralvideo
Shower Of Notes As Conrad Sangma’s Party Workers Celebrate Win.#Guwahati #Nagaland #NagalandElections2023 pic.twitter.com/7UNXsplqkw— Hindu🚩 (@hind_people) March 4, 2023
প্রসঙ্গত, নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে ৬০টি আসনের মধ্যে ৩৭টি আসন জিতে বিজেপি এবং ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র জোট সরকার গড়ছে। নীতীশ কুমারের জেডিইউ পেয়েছে একটি আসন, এনসিপি ৭টি আসনে জয় পেয়েছে। লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), নাগা পিপলস ফ্রন্ট এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া পেয়েছে ২টি করে আসন। ৪টি আসন জিতেছে নির্দল প্রার্থী। এনপিপি-র ঝুলিতে এসেছে ৫ আসন। যার পর টাকা উড়িয়ে উদযাপন। যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.