Advertisement
Advertisement
Manipur

নগ্ন করে হাঁটিয়ে নিয়ে গিয়ে মহিলাদের ‘গণধর্ষণ’! মণিপুরের ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন।

Viral video in Manipur caused unrest | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 19, 2023 9:26 pm
  • Updated:July 19, 2023 9:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। তারপরে গণধর্ষণের শিকার হয়েছেন তাঁরা। অগ্নিগর্ভ মণিপুরে (Manipur) এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। অভিযোগের আঙুল উঠেছে মণিপুরের মেতেই সম্প্রদায়ের দিকে। যদিও এই বিষয়ে মণিপুর পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি গত ৪ মে তোলা হয়েছে। তার ঠিক আগের দিনই মণিপুরে দুই জনজাতি কুকি ও মেতেইদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভিডিওর দুই নির্যাতিতা কুকি সম্প্রদায়ভুক্ত বলেই জানা গিয়েছে। রাজ্যের জনজাতি সংগঠন আইটিএলএফের তরফে বলা হয়েছে, কুকি-জো সম্প্রদায়ের দুই মহিলার উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে মেতেইরা। গত ৪ মে কাংপোকপি জেলায় এই ঘটনা ঘটেছে। ওই দুই মহিলা কেঁদে কেঁদে কার্যত ভিক্ষা করেন। তা সত্ত্বেও তাদের কথায় কান দেওয়া হয়নি।

Advertisement

[আরও পড়ুন: উত্তরাখণ্ডে নমামি গঙ্গে প্রকল্পে দুর্ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতির, দেওয়া হবে আর্থিক সাহায্য]

নির্যাতিতাদের পরিচয় প্রকাশ করার জন্যই অভিযুক্ত মেতেইরা এই ভিডিও প্রকাশ করেছে বলেই আইটিএফএলের অভিযোগ। জাতীয় মহিলা কমিশন ও জনজাতি কমিশন এই ভিডিওর ভিত্তিতে কড়া পদক্ষেপ করুক, এমন আবেদনও জানানো হয়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পরে তীব্র নিন্দায় সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। ত্রিপুরার তিপ্রা মথার প্রধান বিক্রম মাণিক্য দেববর্মা টুইট করে বলেন, “জনজাতিভুক্ত দুই মহিলাকে নিগ্রহ করা হচ্ছে। দুই জনজাতির মধ্যে সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গিয়েছে। ঘৃণার জয় হয়েছে সেরাজ্যে।” অন্যদিকে, অগ্নিগর্ভ মণিপুরে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দলও।

[আরও পড়ুন: সিয়াচেনে সেনা ছাউনিতে বিস্ফোরণ, শহিদ অফিসার, আহত ৩]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement