Advertisement
Advertisement
Surat

পথে বড্ড কাদা, জলমগ্ন এলাকা পরিদর্শনে সরকারি কর্মীর পিঠে চাপলেন বিজেপি নেতা!

বিজেপি নেতা তথা সুরাটের ডেপুটি মেয়রের কাণ্ডে নিন্দার ঝড় উঠেছে।

Viral Pics of Surat BJP Leader hops on fire official's shoulders

ছবি: সংগৃহীত।

Published by: Kishore Ghosh
  • Posted:July 28, 2024 8:19 pm
  • Updated:July 28, 2024 8:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিআইপি নেতা-মন্ত্রীদের মাটিতে পা পড়ে না! তাঁরা গাড়িতে চেপে হিল্লি দিল্লি করেন। এই কারণে আমজনতার কষ্ট বোঝেন না, এমন অভিযোগ করেন ছাপোষা মানুষ। সুরাটের (Surat) ডেপুটি মেয়র তথা বিজেপি নেতা নরেন্দ্র দেশাই বোঝালেন এই অভিযোগের সত্যতা ষোলোয়ানা। শনিবার শহরের জলমগ্ন এলাকা পরিদর্শনে এক দমকল কর্মীর পিঠে চড়ে বসেন তিনি। সেই ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন)। নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে।

সুরাট-সহ গুজরাটের বেশ কিছু এলাকায় গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি চলেছে। যার জেরে শহরের বহু এলাকায় জল জমেছে। শনিবার, ২৭ জুলাই সেই জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন নরেন্দ্র। সমস্যা হল বিজেপি নেতা অকুস্থলে পৌঁছে দেখেন রাস্তা জল-কাদায় প্যাচপ্যাচে! তার মধ্যে সাদা জামা, কালো ট্রাউজার্স, পায়ে বুট পরা নেতা কী করে নামবেন! তখনই মুশকিল আসন হন কর্তব্যরত এক দমকল কর্মী। ওই সরকারি কর্মীর কাঁধে চড়ে বসেন ডেপুটি মেয়র। এভাবেই চলে জলমগ্ন এলাকা পরিদর্শন।

Advertisement

 

[আরও পড়ুন: মধুচক্রের শিকার! হোটেলের শৌচাগারে তরুণীর অর্ধনগ্ন দেহ ঘিরে চাঞ্চল্য হরিণঘাটায়]

সমাজমাধ্যমে সেই ছবি শেয়ার করেন সুরাটবাসী এক মহিলা। পোস্ট করা ছবি গুজরাটের মুখ্যমন্ত্রীর দপ্তরেও ট্যাগ করেন তিনি। যদিও ভাইরাল হওয়া ছবি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ডেপুটি মেয়র। প্রতিক্রিয়া মেলেনি মোদির রাজ্যের বিজেপি নেতৃত্বের থেকেও। স্বভাবতই সুর চড়িয়েছি বিরোধীরা। তাঁদের বক্তব্য, এটাই বিজেপির নির্বাচিত জননেতাদের সার্বিক চরিত্র।

 

[আরও পড়ুন: পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের জমি থেকে গাছ চুরি! তদন্তে বনদপ্তর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement