Advertisement
Advertisement

Breaking News

Manipur Students

মণিপুরে খুন ২ পড়ুয়া! ভাইরাল ছবি ঘিরে ফের উত্তপ্ত পাহাড়ি রাজ্য

ভাইরাল ছবিতে দেখা গিয়েছে দুই অস্ত্রধারীকে।

Viral images of Manipur students cause trouble | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 26, 2023 10:16 am
  • Updated:September 26, 2023 10:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে (Manipur) ইন্টারনেট পরিষেবা ফিরতেই ভাইরাল হল দুই পড়ুয়ার মৃতদেহের ছবি। গত জুলাই মাস থেকে নিখোঁজ ছিল দুই পড়ুয়া। দুমাস পরে প্রকাশ্যে এল তাদের মৃতদেহের ছবি। ইতিমধ্যেই মণিপুর সরকারের তরফে জানানো হয়েছে, দুই পড়ুয়ার মৃত্যুর তদন্ত করবে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে প্রশ্ন উঠছে, নিখোঁজ হওয়ার পর এতদিন কেন দুই পড়ুয়ার সন্ধান দিতে পারেনি রাজ্য প্রশাসন?

কয়েকদিন আগেই রাজ্যে সমস্ত রকম ইন্টারনেট পরিষেবা শুরু করেছে মণিপুর সরকার। তার পরেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে দুটি ছবি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ১৭ ও ২০ বছর বয়সি দুই পড়ুয়া বসে রয়েছে। পরের ছবিতেই তাদের মৃতদেহ দেখা যাচ্ছে। মৃতদেহের পিছনেই অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুই ব্যক্তি। এই ছবি ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

Advertisement

[আরও পড়ুন: কাবেরী জলবন্টন নিয়ে চড়ছে পারদ, বনধে স্তব্ধ বেঙ্গালুরু]

জানা গিয়েছে, জুলাই মাস থেকে নিখোঁজ ছিল ওই দুই পড়ুয়া। এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেলেও খোঁজ মেলেনি দুই পড়ুয়ার। মেতেই সম্প্রদায়ভুক্ত দুই পড়ুয়াকে খুন করেছে জঙ্গিরা, ছবি দেখে সেটাই অনুমান করছে গোয়েন্দা মহল। পড়ুয়াদের পিছনে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির পরিচয় জানতে বিশেষ ধরণের সাইবার ফরেন্সিক ব্যবহার করবেন তদন্তকারীরা।

এই ছবি প্রকাশ্যে আসার পরেই একটি বিবৃতি জারি করেছে মণিপুর সরকার। সেখানে বলা হয়, দুই পড়ুয়ার মৃতদেহের ছবি প্রকাশ্যে আসার বিষয়টি সরকারের নজরে এসেছে। রাজ্যের বাসিন্দাদের ইচ্ছা অনুযায়ী এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে। তাছাড়াও রাজ্য পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। দুই দুষ্কৃতীর পরিচয় জানতে চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকতেও অনুরোধ করেছে রাজ্য প্রশাসন। 

[আরও পড়ুন: লন্ডন পুলিশে ‘বিদ্রোহ’, সংঘাতের আশঙ্কায় তৈরি সেনাবাহিনী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement