সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের উত্তপ্ত দিল্লি। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলনের পর এবার সিলমপুর ও জাফরাবাদে CAA’র বিরোধিতায় বিক্ষোভ শুরু করল জনতা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। তার ফলে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ঘটনায় জখম হয়েছেন ২ পুলিশকর্মী। বিক্ষোভকারীদের মধ্যেও অনেকে আহত হয়েছেন বলে খবর।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করার আবেদন জানিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা। কিন্তু তা সত্ত্বেও দেশের একাধিক জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে ক্ষুদ্ধ জনতা। কিছুদিন আগে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা CAA’র বিরুদ্ধে আন্দোলন করেন। এবার জাফরাবাদ ও সিলমপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখায় আমআদমি। সূত্রের খবর, জায়গায় জায়গায় বাইক ও গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। টার্গেট করা হয় স্কুলবাস ও পুলিশ চেকপোস্টগুলিকে। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। জনতাকে ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় কাঁদনে গ্যাসের সেল। বিক্ষুদ্ধ জনতার উপর লাঠিচার্জও করে পুলিশ। এর পালটা পুলিশকে আক্রমণ করে জনতা। পুলিশের দিকে ছোঁড়া হয় ঢিল। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে সিলমপুর ও জাফরাবাদ এলাকা।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নাগাদ শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীরা CAA ও NRC’র বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলে টার্গেট হয় তারাই। ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে মধ্য দিল্লির ৭টি মেট্রো স্টেশন। ড্রোন দিয়ে চলছে নজরদারি। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে। আহত হয়েছেন ২ পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলে খবর।
Delhi: Police take away protesters from the spot in Jafrabad area where a clash broke out between police and protesters, during protest against #CitizenshipAmendmentAct today. Police has also used tear gas shells to disperse the protesters. pic.twitter.com/GU5mzV0dKm
— ANI (@ANI) December 17, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.