Advertisement
Advertisement

Breaking News

কেন্দ্রের নির্দেশকে অমান্য করে বেশি দামে স্টেন্ট বিক্রির অভিযোগ

কিছুদিন আগেই জীবনদায়ী এই চিকিৎসার সামগ্রীর দাম বেঁধে দিয়েছিল সরকার৷

Violating directives hospitals selling stents at exhorbitant prices
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 25, 2017 10:44 am
  • Updated:February 25, 2017 10:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশি দামে স্টেণ্ট বিক্রির অভিযোগ উঠল দেশের একাধিক নামী হাসপাতালের বিরুদ্ধে৷ অভিযোগ, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটির (NPPA) নির্দেশ উপেক্ষা করেই আগের মতো আকাশছোঁয়া দামে রোগীর শরীরে স্টেন্ট বসাচ্ছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল, নয়াদিল্লির সাকেতের ম্যাক্স হসপিটাল, চণ্ডীগড়ের পিজিআইএমইআর, হরিয়ানার নিদান হাসপাতাল ও অক্সিজেন হাসপাতাল, উত্তরপ্রদেশের শ্রী রামমূর্তি সমরক ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, উত্তরাখণ্ডের ভারত হার্ট ইনস্টিটিউট৷

ফের কাঠগড়ায় অ্যাপোলো, পেসমেকার বসানোর বিভ্রাটে রোগীর মৃত্যু

Advertisement

প্রয়োজনের সময় হৃৎপিন্ডে রক্ত সঞ্চালন বজায় রাখতে ব্যবহার করা হয় স্টেন্ট৷ আগে এই চিকিৎসার সামগ্রী বেশ ব্যয়বহুল ছিল৷ সম্প্রতি এর দাম কমিয়ে দিয়েছে ওষুধের দাম নিয়ন্ত্রক সংগঠন এনপিপিএ৷ সংগঠনটির দাবি, তাদের নির্দেশ হাসপাতালগুলি পালন করছে কি না তা দেখার জন্য প্রাথমিক তদন্ত করা হয়েছিল৷ তখনই দেখা যায়, বিখ্যাত এই হাসপাতালগুলি আগের মতোই স্টেণ্টের জন্য রোগীর কাছ থেকে বেশি দাম নিচ্ছে৷

নার্সিংহোমের বিল মেটানোর টাকা নেই, আত্মঘাতী কৃষক

যদিও অভিযুক্ত হাসপাতালগুলির দাবি, কোনও রোগীর কাছ থেকেই স্টেন্টের জন্য অতিরিক্ত চার্জ নেওয়া হয়নি৷ নির্দেশ লঙ্ঘনের আরও প্রমাণ পেলেই কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে এনপিপিএ৷ ইতিমধ্যেই দুটি হাসপাতালকে নোটিস পাঠানো হয়েছে৷ দু-সপ্তাহ আগেই করোনারি স্টেণ্টের দাম চারশো শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় কেন্দ্র৷

টাকার জন্য রোগী আটকে রাখায় মৃত্যু হল যুবকের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement