বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ‘জিত পাক্কা সমঝো’, মানে জয় নিশ্চিত। মনোনয়ন জমা দিয়ে বললেন প্রাক্তন আলিম্পিয়ান কুস্তিগির ভিনেশ ফোগাট। বুধবার জুলানা কেন্দ্র থেকে হাত প্রতীক নিয়ে মনোনয়ন জমা দেন ভিনেশ। ছিলেন কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডা।
এদিন ভিনেশ জানান, “কংগ্রেস যে সুযোগ আমাকে দিয়েছে তা আমাকে নতুন জীবন দিয়েছে। নতুন ইনিংস শুরু করছি। অলিম্পিকে সফল হতে পারিনি। কিন্তু রাজনীতিতে সফল হতেই হবে। যাতে মানুষের জন্য কাজ করতে পারি।”
অলিম্পিকের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল ভিনেশের। যদিও তিনি দেশে ফিরে ‘চ্যাম্পিয়ন’-এর সম্মানই পেয়েছেন। তার পর ভূপিন্দর সিং হুডার সঙ্গে দেখাও করেন। শম্ভু সীমান্তে কৃষকদের অবস্থানে যোগ দিয়েছিলেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখাও করেন ভিনেশ। সেখানে ছিলেন বজরং পুনিয়াও। সেটা যে ভিনেশের কংগ্রেসে যোগদান ও প্রার্থী হওয়ার দিকে ইঙ্গিত করছে, তা আঁচ করতে পেরেছিল ওয়াকিবহাল মহল। অবশেষে সেটাই বাস্তব হয়। তিনি টিকিট পান। বুধবার মনোনয়ন দিয়ে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী শোনাল তাঁকে।
এদিকে হরিয়ানা বিধানসভার জন্য দ্বিতীয় দফায় ৪০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। এই ৪০ জনের মধ্যে উল্লেখযোগ্য নাম রণদীপ সিং সুরজেওয়ালার ছেলে আদিত্য সুরজেওয়ালা। কৈঠাল কেন্দ্র থেকে তাঁকে টিকিট দিল হাত শিবির। তালিকায় নাম আছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী চন্দ্রমোহনেরও। এ পর্যন্ত সব মিলিয়ে ৮১ আসনে প্রার্থী ঘোষণা করা হয়ে গেল কংগ্রেসের। যার অর্থ আপের সঙ্গে জোট নিয়ে যে জল্পনা চলছিল তাতে আপাতত ইতি। আপ ইতিমধ্যেই ২০ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এদিন বিজেপিও বাকি ৩ আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। গেরুয়া শিবির ৯০ আসনেই প্রার্থী ঘোষণা করল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.