Advertisement
Advertisement

আরও বিপাকে রাহুল গান্ধী, এবার সাভারকার মন্তব্যের জেরে দায়ের মানহানির মামলা

'রাহুলের বক্তব্য কাল্পনিক এবং অপমানজনক', দাবি সাভারকরের নাতির।

Vinayak Damodar Savarkar's grandson approaches court with complaint against Rahul Gandhi | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 13, 2023 12:08 pm
  • Updated:April 13, 2023 12:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি পদবী নিয়ে বিতর্কীত মন্তব্যের জেরে সাংসদ পদ খুঁইয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ওই ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আমার নাম তো সাভারকার নয়। আমার নাম গান্ধী। আর গান্ধীরা কখনও ক্ষমা চায় না।” তাতেই কি নয়া ঝামেলায় জড়ালেন কংগ্রেস নেতা! পুণে আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করলেন বিনায়ক দামোদর সাভারকরের (Vinayak Damodar Savarkar) নাতি সাত্যকি সাভারকর (Satyaki Savarkar)।

বিজেপি তথা হিন্দুত্ববাদীদের তোপ দাগতে বিভিন্ন সময়ে সাভারকরকে নিয়ে চাঁচাছোলা মন্তব্য করতে দেখা গিয়েছে রাহুলকে। একাধিক রাজনৈতিক সভাতে সাভারকারকে নিশানা করার অভিযোগ উঠেছে রাহুলের বিরুদ্ধে। তাঁকে বলতে শোনা গিয়েছে, সাভারকার জেল থেকে মুক্তি পেতে ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিলেন। রাহুলের এই ধরনের মন্তব্য একেবারেই পছন্দ হয়নি হিন্দুত্ববাদীদের। টুইট করে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের কথা জানিয়েছেন সাভারকরের নাতি সাত্যকি। তিনি লিখেছেন, “আজ, আমি রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির অভিযোগ দায়ের করেছি, আমার পিতামহ প্রয়াত বিনায়ক দামোদর সাভারকরের নামে মিথ্যা অভিযোগের জন্য। “

Advertisement

[আরও পড়ুন: সাড়ে সাত মাস পর দেশে একদিনে করোনা আক্রান্ত ১০ হাজার পার! বাড়ছে উদ্বেগ]

সাত্যকির অভিযোগ, রাহুল গত মাসে ইংল্যান্ডে গিয়ে সাভারকরের নামে মিথ্যা ভাষণ দিয়েছেন। সেখানে একটি সমাবেশে তিনি মন্তব্য করেন, “বীর সাভারকর নাকি তাঁর বইতে ৫-৬ জন বন্ধুকে নিয়ে এক জন মুসলিমকে মারধর করার কথা লিখে রেখে গিয়েছেন।” সাত্যকির দাবি, সাভারকর তাঁর বইতে এমন কোনও ঘটনা লেখেননি। এই মন্তব্য কাল্পনিক এবং অপমানজনক। “এই ভিত্তিহীন মন্তব্য আমাদের ভাবাবেগে আঘাত করেছে। তাই মামলা দায়ের করা হয়েছে।” উল্লেখ্য, মোদি-মন্তব্যের জেরে গুজরাট আদালত দুই বছরের জেলের সাজা শোনায় রাহুল গান্ধীকে। এর পরেই তাঁর লোকসভার সাংসদ পদ খোয়া যায়। এর মধ্যেই সাভারকর মামলায় নতুন করে সমস্যায় পড়লেন কংগ্রেস নেতা। 

[আরও পড়ুন: ভাটিন্ডা সেনা ঘাঁটিতে গুলিকাণ্ডে রহস্য বাড়ছে, জওয়ানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement