চাঁদের দক্ষিণ মেরুতে নামল ভারতের চন্দ্রযান ৩। বুধবার সন্ধে ৬:০৪ মিনিটে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং হয় ল্যান্ডার বিক্রম। ইতিহাসের সাক্ষী গোটা দেশ। এই প্রথমবার পৃথিবীর বিপরীত দিকে থাকা চাঁদের অন্ধকার, দুর্গম অংশে পৌঁছল কোনও দেশের চন্দ্রযান। প্রতি মুহূর্তের আপডেটের জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে।
রাত ৯টা ২০: চাঁদে নেমে প্রথমবার চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠাল ল্যান্ডার বিক্রম। ইসরোর তরফে জানানো হয়েছে, অপেক্ষাকৃত সমতলভূমিতে নেমেছে বিক্রম। চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযানের ছায়া পড়েছে, সেই ছবিও প্রকাশ করেছে ইসরো।
Chandrayaan-3 Mission:
The image captured by the
Landing Imager Camera
after the landing.It shows a portion of Chandrayaan-3’s landing site. Seen also is a leg and its accompanying shadow.
Chandrayaan-3 chose a relatively flat region on the lunar surface 🙂… pic.twitter.com/xi7RVz5UvW
— ISRO (@isro) August 23, 2023
রাত ৯টা ১০: চন্দ্রযান ৩-এর ঐতিহাসিক সাফল্যের পর টুইটে অভিনন্দন জানিয়েছেন নাসার শীর্ষ কর্তা বিল নেলসন। তাঁর সেই টুইট রিপোস্ট করেছে নাসা।
Congratulations @isro on your successful Chandrayaan-3 lunar South Pole landing! And congratulations to #India on being the 4th country to successfully soft-land a spacecraft on the Moon. We’re glad to be your partner on this mission! https://t.co/UJArS7gsTv
— Bill Nelson (@SenBillNelson) August 23, 2023
রাত ৮টা ৫৫: চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম। ভারতের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের জন্যই এই সাফল্য এসেছে। শুভেচ্ছাবার্তায় জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
Congratulations to Team ISRO for today’s pioneering feat.#Chandrayaan3’s soft landing on the uncharted lunar South Pole is the result of decades of tremendous ingenuity and hard work by our scientific community.
Since 1962, India’s space program has continued to scale new…
— Rahul Gandhi (@RahulGandhi) August 23, 2023
রাত ৮টা ৪০: চাঁদের বুকে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের জন্য ভারতকে শুভেচ্ছা জানাল রাশিয়া।
রাত ৮টা ৩০: চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পর ভারতকে শুভেচ্ছা জানাল নেপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরোকে অভিনন্দন জানিয়ে টুইট করলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল।
I congratulate Prime Minister Shri Narendra Modi ji and ISRO team of India on successful landing of Chandrayan-3 in the surface of the moon today and unleashing of a historic achievement in science and space technology.
— PMO Nepal (@PM_nepal_) August 23, 2023
রাত ৮টা ২০: ‘ভারতের জয়, ব্রিকসের জয়।’ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পর ব্রিকসের মঞ্চ থেকে বললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
রাত ৮টা ১৫: চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের পর চাঁদের প্রথম ছবি টুইট করল ইসরো।
Chandrayaan-3 Mission:
Updates:The communication link is established between the Ch-3 Lander and MOX-ISTRAC, Bengaluru.
Here are the images from the Lander Horizontal Velocity Camera taken during the descent. #Chandrayaan_3#Ch3 pic.twitter.com/ctjpxZmbom
— ISRO (@isro) August 23, 2023
রাত ৮টা: চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ। ইসরোকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
After watching live telecast of moon landing of Vikram lander, President Droupadi Murmu conveyed her congratulatory message to ISRO and everyone associated with Chandrayaan-3 mission. pic.twitter.com/Q5Yj4tq1kI
— President of India (@rashtrapatibhvn) August 23, 2023
সন্ধে ৭টা ৪০: চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের জন্য শুভেচ্ছা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
#WATCH | “This is a historic moment and all countrymen are feeling very proud”, says Delhi CM Arvind Kejriwal as Chandrayaan-3 successfully lands on the Lunar Surface pic.twitter.com/RjiGNyDpUP
— ANI (@ANI) August 23, 2023
সন্ধে ৭টা ৩০: চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনো বিশ্বের প্রথম দেশ ভারত। ঐতিহাসিক এই সাফল্যের পর অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
जय हिन्द 🇮🇳
Jai Hind 🇮🇳#Chandrayaan3 pic.twitter.com/S9Uxod9ZdU— Amit Shah (@AmitShah) August 23, 2023
সন্ধে ৭টা ১০: ‘লক্ষ্যে পৌঁছে গিয়েছি’, চাঁদের মাটি থেকে বলল চন্দ্রযান ৩। টুইটে জানাল ইসরো।
Chandrayaan-3 Mission:
‘India🇮🇳,
I reached my destination
and you too!’
: Chandrayaan-3Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.Congratulations, India🇮🇳!#Chandrayaan_3#Ch3
— ISRO (@isro) August 23, 2023
সন্ধে ৭টা: ইসরোর চন্দ্রযান ৩-এর সফল অবতরণে শুভেচ্ছা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
#WATCH | On the successful landing of Chandrayaan-3, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath says, “Successful soft landing of Chandrayaan-3 is a powerful display of capabilities and power of new India. Under the Prime Minister’s visionary leadership and guidance, ISRO… https://t.co/8nmO8NiLwJ pic.twitter.com/3UgxIfFeAm
— ANI (@ANI) August 23, 2023
সন্ধে ৬টা ৫০: চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ চন্দ্রযান ৩-এর। এই সফল অভিযানের জন্য ইসরোর সকল বিজ্ঞানী ও ভারতীয়দের শুভেচ্ছা জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।
#WATCH | On Chandrayaan-3’s successful landing on the Moon, BJP President JP Nadda says, “I congratulate all scientists associated with this mission and the people of the county. Under PM Modi’s leadership, India is creating a unique identity for itself in the space sector. This… pic.twitter.com/ONpLG3Wt7j
— ANI (@ANI) August 23, 2023
সন্ধে ৬টা ৪০: ভারতের জয়তে গর্বিত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইসরোকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা জানালেন তিনি।
#WATCH | Kolkata: “India wins and it makes others also win. There is nothing which is impossible for the Indian mind. India has proved through our scientists ‘Jhanda Ooncha Rahe Hamara’, ‘Mera Bharat Mahaan’. I congratulate along with the entire nation the team ISRO which is team… pic.twitter.com/5iBArJbgoq
— ANI (@ANI) August 23, 2023
সন্ধে ৬টা ৩০: ভারতের ঐতিহাসিক সাফল্যে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতকে গর্বিত করার জন্য ইসরোকে ধন্যবাদ জানালেন তিনি।
.@isro Thank you for making INDIA proud 🌕🛰️🚀
Jai Hind 🇮🇳
— Abhishek Banerjee (@abhishekaitc) August 23, 2023
সন্ধে ৬টা ২০: চাঁদের দক্ষিণ মেরু জয় চন্দ্রযান ৩-এর। শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বললেন, “ভারত এবার মহাকাশের সুপার লিগে।”
Hail Chandrayaan-3!
Hail its stupendous success!!
Hail @isro!!
Hail our nation’s magnificent achievement in sending an exploration mission successfully to the Moon!!Our scientists have testified the country’s scientific and technological progress. India is now in the super…
— Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023
সন্ধে ৬টা ১৫: ভারতের সাফল্যে মিষ্টি বিতরণ ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসে।
#WATCH | Washington DC, US: Sweets being distributed at the Embassy of India as Chandrayaan-3 successfully lands on the Moon pic.twitter.com/V0C3oxnZTL
— ANI (@ANI) August 23, 2023
সন্ধে ৬টা ০৫: ল্যান্ডার বিক্রমের সাফল্যে পতাকা ওড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, অন্তরীক্ষে নতুন ভারত তৈরি করল এই চন্দ্রযান। পৃথিবীর কোনও দেশ চাঁদের এই প্রান্তে পৌঁছতে পারেনি। প্রথম দেশ হিসাবে সেখানে পা রাখল ভারত।
সন্ধে ৬টা ০৪: চাঁদে সফল অবতরণ ল্যান্ডার বিক্রমের।
বিকেল ৫টা ৫৫: অবতরণের পথে কোনও বাধা নেই। প্রথম ধাপ সফল হয়েছে, জানাল ইসরো। চাঁদ থেকে মাত্র ৩.৩ কিলোমিটার দূরে বিক্রম। বিক্রম নামার প্রায় দু’ঘণ্টা পর তার গর্ভ থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান।
Chandrayaan-3 lander Vikram’s altitude is decreasing after the Automatic Landing Sequence (ALS) was initiated and the power descent phase is on
No ground intervention in the descent of the lander module after initiation of Automatic Landing Sequence (ALS) pic.twitter.com/RnNe8tiMFT
— ANI (@ANI) August 23, 2023
বিকেল ৫টা ৪৪: ধীরে ধীরে নামতে শুরু করল ল্যান্ডার বিক্রম। কুড়ি মিনিটের মাথায় চন্দ্রপৃষ্ঠে পৌঁছে যাবে চন্দ্রযান। ৩০ থেকে ৩৫ মিটার প্রতি সেকেন্ড গতিবেগে এগোচ্ছে ল্যান্ডার বিক্রম।
The power descent phase of Chandrayaan-3 lander Vikram has started, says ISRO. pic.twitter.com/mr5SVn6htw
— ANI (@ANI) August 23, 2023
বিকেল ৫টা ৩০: অধীর আগ্রহে বিক্রমের ল্যান্ডিংয়ের অপেক্ষায় ইসরোর বিজ্ঞানীরা। বেঙ্গালুরুর মিশন কন্ট্রোল কমপ্লেক্সে গোটা বিষয়ের খুঁটিনাটির দিকে নজর রাখছেন তাঁরা। উপস্থিত রয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ।
#WATCH | ISRO Chairman S Somanath at Mission Control Complex in Bengaluru for Chandrayaan-3 Mission soft landing on the Moon pic.twitter.com/9k4ZyySwd1
— ANI (@ANI) August 23, 2023
বিকেল ৫টা ১৫: চন্দ্রযানের সাফল্য কামনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৫টা: চন্দ্রযানের সাফল্য চেয়ে যজ্ঞ চলছে দেশের নানা প্রান্তে। টিভির পর্দায় চোখ রেখে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশবাসী।
বিকেল ৪টে: সফলভাবেই এগোচ্ছে বিক্রম। ভারতীয় সময় বিকেল ৫টা ৪৪ মিনিটে সফট ল্যান্ডিংয়ের প্রক্রিয়া শুরু হবে, জানিয়ে দিল ইসরো।
Chandrayaan-3 Mission:
All set to initiate the Automatic Landing Sequence (ALS).
Awaiting the arrival of Lander Module (LM) at the designated point, around 17:44 Hrs. IST.Upon receiving the ALS command, the LM activates the throttleable engines for powered descent.
The… pic.twitter.com/x59DskcKUV— ISRO (@isro) August 23, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.