Advertisement
Advertisement
Vikash Yadav

পান্নুনকাণ্ডে FBI-এর ‘হিটলিস্টে’, প্রাণসংশয়ের আশঙ্কায় আদালতের দ্বারস্থ প্রাক্তন ‘র’ এজেন্ট

পান্নুন হত্যার ষড়যন্ত্রের বিকাশ যুক্ত রয়েছে বলে অভিযোগ তুলেছে এফবিআই।

Vikash Yadav, accused in plot to kill Pannun cites ‘threat to life’ in court

প্রাক্তন 'র' এজেন্ট বিকাশ যাদব।

Published by: Amit Kumar Das
  • Posted:November 17, 2024 5:34 pm
  • Updated:November 17, 2024 5:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণ সংশয়ের আশঙ্কায় এবার আদালতের দ্বারস্থ হলেন প্রাক্তন ‘র’ এজেন্ট বিকাশ যাদব। তাঁকে হত্যা করা হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে বিকাশের আর্জি ,আদালতে হাজিরা থেকে রেহাই দেওয়া হোক।

খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন হত্যার ষড়যন্ত্রের যুক্ত থাকার অভিযোগ রয়েছে বিকাশের বিরুদ্ধে। গত অক্টোবর মাসে আমেরিকার আদালতে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের হিটলিস্টে রয়েছেন বিকাশ। এহেন পরিস্থিতির মাঝেই দিল্লির আদালতে ভারতের গুপ্তচর সংস্থার প্রাক্তন কর্মীর এমন দাবি শোরগোল ফেলে দিয়েছে। প্রশ্ন উঠছে কে তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে? আমেরিকা নাকি অন্য কেউ?

Advertisement

গত বছর এক তোলাবাজি মামলায় বিকাশকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। সেই ঘটনায় জামিনে মুক্ত রয়েছেন তিনি। তবে এই মামলায় আদালতে সশরীরে হাজিরা দিতে হয় তাঁকে। তোলাবাজি মামলার শুনানিতেই এবার আদালতে নিজের প্রাণের ঝুঁকির কথা জানালেন বিকাশ। আদালতের কাছে তাঁর আর্জি, যেহেতু তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে ফলে তাঁকে আদালতের হাজিরা থেকে রেহাই দেওয়া হোক। এমনকি শুনানির সময় অনলাইনেও হাজিরা দিতে চান না তিনি। এ বিষয়ে বিকাশের যুক্তি অনলাইনে হাজিরা দিলে তাঁকে ট্র্যাক করা হতে পারে। এতে প্রাণহানির ঝুঁকি আরও বাড়তে পারে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই বিকাশকে ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণা করেছে। তাঁর বিরুদ্ধে ‘সুপারি কিলার নিয়োগ’ ও ‘অর্থ নয়ছয়ের’ অভিযোগও দায়ের করা করেছে। এফবিআই-এর অভিযোগ, এই পন্নুন হত্যাকাণ্ডে বিকাশকে সাহায্য করেছিল নিখিল গুপ্ত। নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিস নেতাকে খুনের জন্যে বিকাশ এবং নিখিল এক ব্যক্তিকে বরাত দেয়। এই অভিযোগে আগেই গ্রেফতার হয়েছে নিখিলকে। বর্তমানে তিনি আমেরিকার জেলে বন্দি। এবার কি বিকাশকে টার্গেট করছে মার্কিন গোয়েন্দারা। বিকাশের প্রাণহানির আশঙ্কা সেই জল্পনা উস্কে দিচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement