Advertisement
Advertisement
Kanpur firing

যাকে ধরতে গিয়ে মৃত ৮ পুলিশকর্মী, জেনে নিন কানপুরের সেই ডনের পরিচয়

মায়াবতীর দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনেও জিতেছিল কুখ্যাত এই ব্যক্তি।

Vikas Dubey: Man behind Kanpur firing wanted for 60 cases of murder

বিকাশ দুবে

Published by: Soumya Mukherjee
  • Posted:July 3, 2020 4:49 pm
  • Updated:July 3, 2020 4:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুর জেলার বিকরু (Bikru) গ্রামে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে কুখ্যাত ডন বিকাশ দুবে (Vikas Dubey)-কে ধরতে গিয়েছিল পুলিশ। কিন্তু, ‘শিবলি ডন’ নামে পরিচিত বিকাশ ও তার অনুগামীদের গুলিতে শুক্রবার ভোর রাতে আট পুলিশকর্মীর মৃত্যু হয়। উভয়পক্ষের গুলির লড়াইয়ে মারা যায় দুই দুষ্কৃতীও। কিন্তু, তারপরও ধরা যায়নি ওই কুখ্যাত ডনকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুখ্যাত এই ডনের অপরাধে হাতে খড়ি হয়েছিল ২০০০ সালে। কানপুরের তারাচাঁদ ইন্টার কলেজের অধ্যক্ষ ও সহকারী ম্যানেজার সিদ্ধেশ্বর পান্ডের খুনের ঘটনায় প্রথম নাম জড়ায় বিকাশের। তারপর এক বছরের মধ্যেই স্থানীয় মানুষদের কাছে ত্রাসে পরিণত হয় সে। ২০০১ সালে শিবলি (Shivli) পুলিশ স্টেশনের মধ্যেই তৎকালীন উত্তরপ্রদেশ সরকারের এক মন্ত্রী ও বিজেপি নেতা সন্তোষ শুক্লাকে খুন করে বিকাশ ও তার সঙ্গীরা। এই ঘটনায় মৃত্যু হয় দুই পুলিশকর্মীরও। আর এই ঘটনাই কানপুর তথা উত্তরপ্রদেশের অপরাধ জগতে বিকাশের উত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।

Advertisement

[আরও পড়ুন: ফের ভারতের পাশে জাপান, লাদাখে চিনা আগ্রাসনের নিন্দায় সূর্যোদয়ের দেশ]

তারপর থেকে আস্তে আস্তে গত ২০ বছরে ৬০টি খুন, অসংখ্য ডাকাতি ও অপহরণের মামলা দায়ের হয় তার নামে। একের পর এক অপরাধের সিঁড়ি বেয়ে পুরো কানপুরজুড়ে তাণ্ডব চালাতে থাকে বিকাশ ও তার সঙ্গীরা। যে দেহাতি এলাকায় বিকাশের বাড়ি, সেই গ্রামের যুবকরাও আস্তে আস্তে বিকাশের দলে নাম লেখাতে থাকে। ফলে লোকবল বাড়াতে থাকে তার। ক্ষমতা আরও বাড়াতে মায়াবতীর বহুজন সমাজ পার্টিতেও যোগ দেয় বিকাশ। এমনকী নগর পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে সদস্য হিসেবেও নির্বাচিত হয়। তবে মায়াবতী ক্ষমতা থেকে সরতেই তার রাজনৈতিক প্রতিপত্তি কমতে থাকে। একসময়ে বিকাশের খবর দিতে পারলে ২৫ হাজার পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করে প্রশাসন। পাশাপাশি বেশ কয়েকবার তাকে গ্রেপ্তারও করে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ (STF)। কিন্তু, প্রতিবারই নিজের ক্ষমতা কাজে লাগিয়ে অল্প কয়েকদিন জেল খাটার পর বেরিয়ে আসে কুখ্যাত ওই ডন।

সম্প্রতি কানপুরের বিকরু গ্রামের পুলিশ স্টেশনে রাহুল তিওয়ারি নামে এক ব্যক্তি বিকাশের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বিকাশের গ্রামে অভিযান চালায় পুলিশ। কিন্তু, প্রতিমুহূর্তে বাধার সম্মুখীন হতে হয় তাদের। এর মাঝেই একটি বাড়ির উপর থেকে পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে বিকাশ ও তার সঙ্গীরা। এর ফলে একজন ডিএসপি-সহ আট পুলিশকর্মীর মৃত্যু হয়।

[আরও পড়ুন: জুলাইতেও চালু হচ্ছে না আন্তর্জাতিক বিমান পরিষেবা, করোনা আবহে বড় সিদ্ধান্ত কেন্দ্রের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement