ছবি: সোশাল মিডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) বক্তব্য রিটুইট করে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু ঘুম থেকে উঠেই বোঝেন, কাজটা একেবারেই ঠিক হচ্ছে না। বিজেপিতে গেলেই সঠিক পথে চলতে পারবেন। বিজেপিতে যোগদানের কারণ হিসাবে এই কথাই জানিয়েছেন অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দর সিং।
২০১৯ সালে কংগ্রেসের (Congress) হয়ে ভোটে দাঁড়ান বিজেন্দর (Vijender Singh)। দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু বিজেপির রমেশ বিধুরির কাছে তাঁকে হারতে হয়েছিল। এবারও মথুরা কেন্দ্র থেকে তাঁকে ভোটে (Lok Sabha Election 2024) দাঁড় করানোর পরিকল্পনা ছিল বলেই খবর। নির্বাচনের আগে গত কয়েকদিনে বার বার মোদি সরকারকে খোঁচা দেওয়া রাহুলের পোস্টও তিনি রিটুইট করেছিলেন। এমনকী, মঙ্গলবারও রাহুলের একটি ভিডিও রিটুইট করেন। কিন্তু বুধবার আচমকাই দল পালটে ফেললেন তারকা বক্সার। সকলকে চমকে দিয়ে বিজেপিতে যোগ দেন।
কেন অকস্মাৎ রঙবদল? বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পরে বিজেন্দর জানান, “রাহুলের ভিডিও রিটুইট করে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই মনে হল একদম ভুল করেছি। ভুল জায়গায় রয়েছি। যদি বিজেপিতে যোগ দিই, তাহলেই সঠিক দিকে যেতে পারব।” বিজেন্দরের এই বক্তব্যের ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়।
Vijender Singh:
“”I woke up & realised I am doing wrong. I should join BJP & work for country.”pic.twitter.com/tDjld4F6Iv— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) April 3, 2024
তারকা বক্সারের বিজেপিতে যোগদানের খবর প্রকাশ্যে আসতেই একের পর মিম ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। কেউ কেউ বলছেন, আসলে ঘুম থেকে উঠেই মনে হয় ইডির ফোন পেয়েছিলেন তাই তড়িঘড়ি বিজেপিতে যোগ দিয়েছেন। কারোওর মতে, এত তাড়াতাড়ি তো নীতীশ কুমারও দল পালটান না। তবে বিজেপিতে যোগ দিয়ে কি লোকসভা নির্বাচনের টিকিট পাবেন বিজেন্দর? বাড়ছে জল্পনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.