Advertisement
Advertisement
Ajmer Sharif

আজমেঢ় শরিফে কোমর দুলিয়ে তুমুল নাচ যুবতীর! বিতর্ক তুঙ্গে

গত বছরও এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

Video of woman dancing inside Ajmer Sharif creates controversy। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 28, 2023 2:06 pm
  • Updated:June 28, 2023 2:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজমেঢ় শরিফ দরগায় (Ajmer Sharif) এক মহিলার নাচের ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে উঠল। ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তাঁর এই ‘কীর্তি’ ওই ধর্মীয় স্থানটির আচরণবিধির পরিপন্থী, এই অভিযোগ উঠছে। দরগার খাদিমরা ক্ষোভপ্রকাশ করে জানিয়েছেন, ওই মহিলার বোঝা উচিত ছিল আজমেঢ় শরিফ একটি পবিত্র স্থান।

ঠিক কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিওয় (Viral video)? ধূসর কুর্তা ও গোলাপি ওড়না পরিহিত এক মহিলাকে দরগা সংলগ্ন অঞ্চলে কানে ইয়ারফোন লাগিয়ে নাচতে দেখা যাচ্ছে সেখানে। তাঁর ভাবভঙ্গি থেকে অনুমান করা যাচ্ছে, তিনি সম্ভবত ভুলেই গিয়েছেন কোথায় রয়েছেন তিনি। গানের তালে তালে কোমর দোলাতে দেখা গিয়েছে ওই মহিলাকে।

Advertisement

[আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে নদীগর্ভে বিয়েবাড়ির যাত্রী বোঝাই ট্রাক, মৃত তিন শিশু-সহ ৫]

প্রসঙ্গত, ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত সুফি খোয়াজা মৈনুদ্দিন চিস্তির এই দরগায় এমন ঘটনা কিন্তু এই প্রথম নয়। এর আগে গত বছরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতেও এক মহিলাকে নাচতে দেখা গিয়েছিল। যা নিয়ে বিতর্ক ঘনিয়েছিল। পরে সেই মহিলা ক্ষমাও চেয়ে নেন। গত বছরের অক্টোবরে উজ্জ্বয়িনীর মহাকাল মন্দিরেও এক মহিলা নাচের ভিডিও রেকর্ড করেন যাকে ঘিরে তুমুল বিতর্ক হয়েছিল।

[আরও পড়ুন: শেয়ার বাজারের নয়া নজির! সর্বকালীন রেকর্ড গড়ল Nifty]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement