Advertisement
Advertisement
Madhya Pradesh

ছিঃ! আদিবাসী যুবকের মুখে প্রস্রাব বিজেপি নেতার! গ্রেপ্তারির নির্দেশ শিবরাজের

তীব্র নিন্দা করেছে তৃণমূল।

Video of man urinating on tribal labourer creates controversy। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:July 4, 2023 8:35 pm
  • Updated:July 5, 2023 12:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এক আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত যুবক বিজেপি নেতা বলে জানা গিয়েছে। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক তুঙ্গে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। ‘আদিবাসীবিরোধী প্রবণতার জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করুন’, বার্তা রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী বীরবাহা হাঁসদার। 

ঠিক কী দেখা গিয়েছে ভিডিওয়? সেখানে দেখা যাচ্ছে একটি দোকানের সিঁড়িতে বসে রয়েছেন আদিবাসী এক যুবক। সেই সময় তাঁর সামনে দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে তাঁর মুখে প্রস্রাব করতে থাকেন অভিযুক্ত প্রাভেশ শুক্ল। তিনি বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লর প্রতিনিধি জানা গিয়েছে। বর্ষীয়ান নেতা কেদারনাথ সিধির দু’বারের বিধায়ক। তাঁরই ঘনিষ্ঠর বিরুদ্ধে এহেন ঘৃণ্য ও অমানবিক আচরণের অভিযোগে সোচ্চার বিরোধীরা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা কমল নাথ বলেছেন, ”এমন ঘৃণ্য ও নীচ আচরণের কোনও স্থান কোনও সুস্থ সমাজে নেই।”

Advertisement

[আরও পড়ুন: জাভেদ শামিমেই ভরসা, হাই কোর্টের নির্দেশ মেনে ২ নোডাল অফিসার নিয়োগ কমিশনের]

যদিও প্রাভেশকে নিজের পরিচিত বলে অস্বীকার করেছেন কেদারনাথ। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”প্রাভেশ শুক্লর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। উনি আমার প্রতিনিধি তো ননই, আমি তাঁকে চিনিও না।”

[আরও পড়ুন: ‘চাকরি কীভাবে করে দেখব’, সিভিক ভলান্টিয়রদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে মন্ত্রীর ভাই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement