সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্যটন প্রিয় মানুষদের কাছে অন্যতম আকর্ষণ মাউন্ট আবুর অচলগড় দুর্গ। সে অর্থে বেশ জনপ্রিয় স্থান। সেই টানেই প্রতিদিন বহু মানুষের আনাগোনা লেগেই থাকে। দুর্গ দেখার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চলে কেনাকাটার পালাও। মঙ্গলবার বিকেলেও বেশ ভিড় ছিল বাজারে। পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষও কেনাকাটায় ব্যস্ত ছিলেন। আচমকাই বাজারে ঢুকে পড়ে একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে পথচলতি মানুষকে ধাক্কা দেয়। ধাক্কা দেয় সামনের একটি স্কুটারকে। যা চালাচ্ছিলেন স্থানীয় এক মহিলা। স্কুটার সমেত গাড়ির সামনে পড়ে যান ওই মহিলা। সেই অবস্থাতেই চলতে থাকে গাড়িটি। বেশ কিছুটা যাওয়ার পর স্থানীয় মানুষ ও দোকানদাররা ধরে ফেলেন গাড়িটিকে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান মহিলা। তবে বেশ আহত হন তিনি, গাড়ির ধাক্কায় আহত হয়েছেন আরও ছয় জন। প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনা উঠে এসেছে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ক্যামেরায়। যা প্রকাশ্যে এনেছে সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআই।
[ভারতীয় জওয়ানদের উদ্বুদ্ধ করতে নতুন গান রেকর্ড সোনুর]
#WATCH Mt Abu(Rajasthan):Drunk driver hits woman on scooty,drags both several meters before being stopped by ppl.Woman admitted to hospital pic.twitter.com/ADczX9yaXZ
— ANI (@ANI_news) June 28, 2017
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালকের নাম ওয়াসিম খান। নেশার ঘোরে গাড়ি চালাচ্ছিল সে। তাই নিয়ন্ত্রণ রাখতে না পেরে বাজারের ভিতরে ঢুকে যায়। স্থানীয় মানুষরাই তাকে পুলিশের হাতে তুলে দেন। আপাতত পুলিশি হেফাজতেই রাখা হয়েছে তাঁকে। আহতদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
[‘জাল’ প্রতিবন্ধী সার্টিফিকেট, ইউপিএসসি’র তৃতীয় স্থানাধিকারীকে নোটিস আদালতের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.