Advertisement
Advertisement

Breaking News

দিল্লি মেট্রো

মেট্রো স্টেশনেই যৌনতায় মশগুল যুগল, পর্ন সাইটে আপলোড হল ভিডিও

মিলনের ভিডিও নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য৷

Video of couple getting intimate on Metro station goes viral
Published by: Sulaya Singha
  • Posted:July 31, 2019 3:28 pm
  • Updated:August 1, 2019 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের আশপাশটা মোটামুটি খালি৷ সেভাবে কাউকে দেখা যাচ্ছে না৷ আর এই সুযোগেই দেওয়ালের আড়ালে যৌনতায় লিপ্ত এক কাপল! না, বিদেশের কোনও স্টেশন নয়, এদেশেই ঘটেছে এমন ঘটনা৷ দিল্লি মেট্রো স্টেশনের সেই মিলনের ভিডিও নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য৷

মেট্রো স্টেশনের সিসিটিভি-তে ধরা পড়েছে গোটা দৃশ্য৷ যেখানে দেখা যাচ্ছে, প্রথমে মুখমেহনে লিপ্ত হলেন এক যুবতী৷ ততক্ষণ আশপাশটা খেয়াল রাখছেন যুবক৷ তারপরই ক্যামেরায় স্পষ্ট তাঁদের যৌনমিলনের দৃশ্যও৷ অদ্ভুতভাবে সেই ভিডিওটি আপলোড হয়ে যায় একটি পর্ন সাইটে৷ এরপরই গোটা ঘটনা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক৷ প্রশ্ন ওঠে মেট্রো স্টেশনের নিরাপত্তা নিয়েও৷ খবর কানে যেতে নড়েচড়ে বসে মেট্রো কর্তৃপক্ষ৷ প্রকাশ্যে এমন ঘটনা কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়৷

Advertisement

metro

[আরও পড়ুন: ২ লক্ষেরও বেশি নতুন কর্মী নিয়োগ হবে, ছাঁটাইয়ের জল্পনা উড়িয়ে দাবি রেলের]

তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে দিল্লি পুলিশে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে৷ ফুটেজ ও অন্যান্য তথ্য দিয়ে মেট্রোর তরফে পুলিশকে তদন্তের জন্য সবরকম সাহায্য করা হচ্ছে বলে জানান এক উচ্চপদস্থ কর্তা৷ পাশাপাশি তাঁর অনুরোধ, যাত্রীরা যেন মেট্রো স্টেশনে এমন কাণ্ড না ঘটান৷ এদিকে মেট্রোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে CISF৷ নিরাপত্তার গাফিলতি হলে তাদের উপরই দায় বর্তায়৷ সপক্ষে যুক্তি দিয়ে তারা জানায়, নিরাপত্তরক্ষীরা সারাক্ষণই সজাগ থাকেন৷ তবে সিসিটিভির ফুটেজে নজরদারি চালায় মেট্রো কর্তৃপক্ষ৷ তাই প্রশ্ন উঠছে সেসময় কেন সিসিটিভি-তে নজর রাখা হয়নি?

metro

এই প্রথমবার নয়, এর আগে ২০১৩ সালে দিল্লিরই মেট্রো স্টেশনে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল যুগলের অন্তরঙ্গ হওয়ার দৃশ্য৷ সেই ভিডিও পর্ন সাইটে আপলোড হয়ে গিয়েছিল৷ ঘটনার তদন্তে একটি দল গঠন করা হয়েছিল৷

[আরও পড়ুন: হিন্দু ছাড়া কারও হাত থেকে খাবার না নেওয়ার ‘আবদার’, ক্রেতাকে যোগ্য জবাব জোম্যাটোর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement