Advertisement
Advertisement

কানের ভিতর জ্যান্ত মাকড়সা! কীভাবে রক্ষা পেলেন বেঙ্গালুরুর বাসিন্দা?

দেখে নিন সেই ভিডিওটি।

Video of Bengaluru woman extracting live spider from ear goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2017 2:12 pm
  • Updated:June 12, 2017 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে সেখানে ঘুমানোর অভ্যাস! থাকলে এখনই ত্যাগ করুন। কারণ বারান্দায় ঘুমিয়ে পড়ে শ্রবণশক্তি খোয়াতে বসেছিলেন লক্ষ্মী নামে বেঙ্গালুরুর এক বাসিন্দা। জানা গিয়েছে, দুপুরবেলা বারান্দায় একটু ঘুমিয়ে পড়েছিলেন লক্ষ্মী। আর সন্ধেবেলা ঘুম থেকে উঠেই বুঝতে পারেন কোনও এক অজ্ঞাত কারণে মাথাব্যথা করছে, সেই সঙ্গে কানের ভিতরও অস্বস্তি হচ্ছে। আঙুল দিয়ে কান খোঁচানোর পর ব্যথা আরও বাড়তে থাকে। এরপরেই স্বামী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আবিস্কার করেন ওই মহিলার কানের মধ্যে রয়েছে একটি জ্যান্ত মাকড়সা। শেষপর্যন্ত ওষুধ দিয়ে সেটিকে বের করে আনা হয়।

[অপেক্ষার শেষ, এবার আকাশের রং পালটাবে NASA]

সম্প্রতি সামনে এসেছে এই ঘটনাটির ভিডিও। ইউটিউবে আপলোড করা ভিডিওটিতে দেখা যাচ্ছে মাথা ব্যথায় কাহিল এক মহিলার কানে ওষুধ দেওয়ার পর তাঁর কান থেকে একটি মাকড়সা বেরিয়ে আসছে। জানা গিয়েছে, বিকেলবেলা ঘুম থেকে উঠেই ব্যথা টের পান লক্ষ্মী। এরপরেই দেরি না করে হেব্বালের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যান স্বামী। সেখানে চিকিৎসকদের প্রচেষ্টায় কান থেকে মাকড়সাটি বেরিয়ে যায়। তবে মাকড়সাটিকে জ্যান্ত বেরোতে দেখে তাঁরাও অবাক হয়ে যান। যদিও মহিলার কানের কোনও ক্ষতি হয়নি বলেই খবর।

Advertisement

[দুষ্কৃতীরা কেড়েছিল সর্বস্ব, দেশবাসী পাশে এসে দাঁড়াল এই বৃদ্ধর]

এই ঘটনার প্রসঙ্গে ওই হাসপাতালের চিকিৎসক ডঃ সন্তোষ শিবাস্বামী জানান, ‘জরুরি বিভাগে মাঝেমধ্যেই এই ধরনের ঘটনার সাক্ষী থাকতে হয়। খুব সহজেই কানের ভিতর কিছু ঢুকে থাকলে সেটা বের করে আনা যায়। তবে কোনও কীটপতঙ্গ ঢুকে গিয়েও জীবিত থাকে, সেক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন থাকতে হয়। কারোর কানের ভিতর জ্যান্ত মাকড়সা ঘুরে বেড়াতে দেখাও খুবই দুর্লভ ঘটনা।’ জানা গিয়েছে, এক ধরনের তরল ওষুধ ঢালার পরেই মহিলার কান থেকে বাইরে বেরিয়ে আসে মাকড়সাটি।

দেখুন ভিডিও:

[সানি লিওন ও সানিয়া মির্জাকে এক সূত্রে মেলালেন রাম গোপাল!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement