সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটক বিধানসভায় ইয়েদুরাপ্পার পদত্যাগ করতে না করতেই টুইটারে ‘গণতন্ত্রে’র জয় বলে প্রথম প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্ণাটক বিধানসভায় বিজেপির স্বপ্নভঙ্গের পর কংগ্রেস ও জনতা দলকে টুইটে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্ণাটকে এই জয়কে ‘আঞ্চলিক’ ফ্রন্টের জয় হিসেবে বর্ণনা করেন মুখ্যমন্ত্রী৷
এর আগেও কর্ণাটক বিধানসভায় ফলাফল প্রকাশ হতেই এই ভাবে টুইট করেন মুখ্যমন্ত্রী৷ কংগ্রেসের সঙ্গে জনতা দলের জোট না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি৷ জেডিএসের সঙ্গে জোট করলে কর্ণাটকে ফল অন্যরকম হতে পারত বলেও উল্লেখ করেন তিনি৷ এর পর কর্ণাটক বিধানসভার আকাশ দিয়ে বয়ে গিয়েছে বহু মেঘ৷ মিটেছে দূরত্ব-ভুল বোঝাবুঝি৷ দেবগৌড়ার দলের সঙ্গে জোট বাঁধে কংগ্রেস৷ জোট গঠন, সুপ্রিম কোর্টে মামলা-মোকদ্দমার পর আজ বিধানসভায় বিজেপির স্বপ্নভঙ্গের ছবি দেখার পর আজ ফের টুইট করে ‘আঞ্চলিক’ ফ্রন্ট গঠনের দাবিকে আরও জোরালো করে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর গলায়ও ছিল এক দাবি৷ ২০১৯-এ বিজেপিকে হারাতে সকলের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের ডাকও দেন রাহুন৷ শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী মন্তব্য করেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তুলনায় বড় হতে পারে না৷ দেশের জনতার থেকে বড় হতে পারেন না৷ ফলে, মোদির বড়বড় কথা আমরা কেন শুনব? মোদিজি বড় কথা না বলে কী কী প্রতিশ্রুতি পূরণ করেছেন, তা আগে বলুন৷ না হলে গদি ছাড়ুন৷ যদি না ছাড়েন, তাহলে আমরা অবিজেপি শক্তি এক হয়ে আপনাকে হারাব৷’’
মোদিকে হারাতে রাহুল গান্ধীর অবিজেপি শক্তি জোট গঠনের সওয়াল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আঞ্চলিক’ ফ্রন্টের তৈরির লক্ষ্য টুইট বার্তাকে কেন্দ্র করে তোলপাড় দেশের রাজনীতি৷ কারণ, এর আগেও বারংবার আঞ্চলিক শক্তিগুলিকে এক ছাতার নিচে আনার লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জাতীয় রাজনীতিতে বারংবার নির্ণায়ক ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে৷ ফলে, আজ দাক্ষিণাত্যে জনতা দল ও কংগ্রেস জোটের হাত ধরে বিজেপির ক্ষমতার মোহভঙ্গ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ‘আঞ্চলিক’ ফ্রন্টের জয়ের বার্তা নতুন করে জাতীয় রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠল আঞ্চলিক দলগুলির ভবিষ্যত৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.