সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেনি মোদি সরকার। এই অবস্থায় ৫ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন দেশের কৃষকরা। এহেন পরিস্থিতির মাঝেই এবার কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উদ্দেশে প্রশ্ন ছুড়লেন, লিখিতভাবে সরকারের তরফে কৃষকদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করা হয়নি কেন?
সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উপরাষ্ট্রপতি। সেখানেই কৃষক আন্দোলন ইস্যুতে কৃষিমন্ত্রীর উদ্দেশে ধনকড় বলেন, ”মাননীয় মন্ত্রী এক একটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে জানান, কৃষকদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কি পূরণ হয়েছে? প্রতিশ্রুতি পূরণে আমরা কী পদক্ষেপ নিচ্ছি।” এর পরই ক্ষোভ উগরে তিনি বলেন, “আমি বুঝতে পারছি না কৃষকদের সঙ্গে কেন কথা বলা হচ্ছে না। তাঁদের উপহার দেওয়া তো দূর, প্রাপ্যটুকুও তাঁদের দেওয়া হচ্ছে না। গত বছরও আন্দোলন চলছিল এ বছরও আন্দোলন হচ্ছে। কালচক্র ঘুরছে, অথচ আমরা কিছুই করছি না। বিশ্বে ভারতের উন্নতি শিখর ছুঁয়েছে। দেশের এত অগ্রগতিতেও দেশের কৃষকরা কেন দুঃখী?”
সরকারের কাছে আবেদন জানিয়ে তিনি আরও বলেন, “আমরা আমাদের নিজের লোকের সঙ্গে লড়াই করতে পারি না। অসহায় কৃষকদের একা ছেড়ে দিতে পারি না। দেশের আত্মার সঙ্গে এমন ব্যবহার করা উচিত নয়। ওঁদের প্রতি আমাদের ব্যবহার সদর্থক হওয়া উচিত।” এমএসপি নিয়েও এদিন সরব হন ধনকড়। তিনি বলেন, কৃষকরা চাষ করবেন তার পর দাম পাবেন না এটা ঠিক নয়। এই বিষয়ে কোনও কার্পণ্য না করে সরকারকে সদর্থক পদক্ষেপ নেওয়ার আবেদন জানান ধনকড়। পাশাপাশি বলেন, ‘যদি কেউ লাগাতার কৃষকদের সহনশীলতার পরীক্ষা নিতে থাকেন, তবে তাঁকে বিরাট মূল্য চোকাতে হবে।’
শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ঘেরাওয়ের লক্ষ্যে ফের পথে নেমেছে দেশের একাধিক কৃষক সংগঠন। ৫ দফা দাবিতে দেশের কৃষকদের এই আন্দোলন নতুন করে চিন্তা বাড়িয়েছে সরকারের। কৃষকদের এই দিল্লি অভিযান আটকাতে নয়ডাতে রণসাজে প্রস্তুত হয়েছে পুলিশ প্রশাসন। এহেন পরিস্থিতির মাঝেই এবার কৃষকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হলেন কৃষক সন্তান ধনকড়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.