সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার পর শনিবার সস্ত্রীক প্রয়াগরাজে গিয়ে কুম্ভস্নান সারলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। মাথায় শিবলিঙ্গ নিয়ে এদিন গঙ্গায় ডুব দিলেন তিনি। অমৃতস্নান সেরে মহাকুম্ভের বিরাট আয়োজনের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করলেন ধনকড়। ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে।
সঙ্গমে স্নান সারার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন জগদীপ ধনকড়। কুম্ভে বিপুল জনসমাগম দেখে রীতিমতো বিশ্বয় প্রকাশ করেন তিনি। বলেন, কুম্ভে যত মানুষ এসেছেন তা আমেরিকার মোট জনসংখ্যার সমান। তাঁর কথায়, “এক কথায় এই ঘটনা ঐতিহাসিক। একটি জায়গায় যত মানুষ জড়ো হয়েছেন তা পৃথিবীর কোথাও হয় না। এবং এই বিরাট জনসমাগম সামাল দিতে প্রশাসন যে ব্যবস্থাপনা এবং কাজ করেছে, তা এককথায় অসাধারণ। ভাবতেই পারিনি এমন একটি অনুষ্ঠানের আয়োজন ভারতে করা সম্ভব। আমি মুগ্ধ।”
তবে কুম্ভের ব্যবস্থাপনা নিয়ে ধনকড় যোগীর প্রশংসা করলেও বিতর্ক পিছু ছাড়ছে না। গত ২৯ জানুয়ারি এই কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। সরকারি তথ্য অবশ্য বলছে মৃতের সংখ্যা ৩০ এবং আহত ১০০-র বেশি। কিন্তু সাধারণ মানুষের দাবি, সংখ্যাটা বাস্তবে দ্বিগুণ। মৃতের সংখ্যার আসল তথ্য প্রকাশ করা হচ্ছে না। এমনকী ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে সংখ্যা লুকোতে। তবে এই সব বিতর্ককে আমল দিতে নারাজ ধনকড়।
কুম্ভের দুর্ঘটনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে ধনকড় বলেন, “দুর্ঘটনা ঘটেছে এটা সত্য। কিন্তু ভেবে দেখুন কত তাড়াতাড়ি কী অসম্ভব দ্রুততায় পরিস্থিতি সামাল দিয়েছে প্রশাসন।” খাবারদাবার থেকে লক্ষাধিক শৌচাগার, সমস্ত আয়োজনের জন্য যোগীকে প্রশংসায় ভরিয়ে ধনকড় বলেন, “আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত সঙ্গমে ডুব দেওয়া। বিশ্বে ভারতের মতো সুন্দর দেশ কোথাও নেই। যোগীজি দেখিয়েছেন, যদি আপনার মধ্যে সংকল্প, সংস্কার থাকে, দেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে, তা হলে যে কোনও অসাধ্যসাধন করতে পারেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.