Advertisement
Advertisement
Vibhakar Shastri

লাল বাহাদুর শাস্ত্রীর লিগ্যাসিও হাতছাড়া কংগ্রেসের? বিজেপিতে যোগ প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির

লোকসভার আগে কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত।

Vibhakar Shastri, grandson of former PM Lal Bahadur Shastri, joins BJP | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 14, 2024 2:38 pm
  • Updated:February 14, 2024 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর লিগ্যাসিও এবার কংগ্রেসের হাতছাড়া? বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি বিভাকর শাস্ত্রী (Vibhakar Shastri)। বুধবার সকালেই কংগ্রেস ছাড়েন তিনি। তারপরই সরাসরি উত্তরপ্রদেশের বিজেপি দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন বিভাকর।

কংগ্রেসের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, গান্ধী পরিবারের বাইরের কোনও বড় নেতাকে গুরুত্ব দেয় না দল। এমনকী লাল বাহাদুর শাস্ত্রী, পি ভি নরসিমা রাওয়ের (PV Narsiam Rao) মতো প্রাক্তন প্রধানমন্ত্রীরাও উপেক্ষিত। লাল বাহাদুর শাস্ত্রীর পরিবারও কংগ্রেস শীর্ষ নেতৃত্বর ভূমিকায় দীর্ঘদিন ধরে বিরক্ত। সেটা বারবার প্রকাশও পেয়েছে। বিভাকর শাস্ত্রী নিজেও একাধিকবার দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার সরাসরি কংগ্রেস ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বিরতির পর ফের শুরু কৃষক বিক্ষোভ, ‘আলোচনাতেই হবে সমাধান’, দাবি অনুরাগ ঠাকুরের]

লোকসভা নির্বাচনের আগে বিভাকর শাস্ত্রীর দলত্যাগ উত্তরপ্রদেশে কংগ্রেসের জন্য বড় ধাক্কা। এর আগে গত কয়েক বছরে ছোট বড় বহু নেতা কংগ্রেস ছেড়েছেন। সেই তালিকায় আরপিএন সিং (RPN Singh), জিতিন প্রসদারা যেমন রয়েছেন, তেমনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর উত্তরসূরিরাও কংগ্রেস (Congress) ছেড়েছেন। এছাড়াও স্থানীয় স্তরের বহু গুরুত্বপূর্ণ নেতা কংগ্রেস ছেড়েছেন। গোটা দেশেই কংগ্রেসের রক্তক্ষরণ চলছে। যার জলজ্যান্ত উদাহরণ মঙ্গলনবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহবানের কংগ্রেস ত্যাগ।

[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদে প্রথমবার পুজো দিলেন যোগী, ভিডিও ভাইরাল]

যদিও কংগ্রেস বিভাকর শাস্ত্রীর দলত্যাগকে গুরুত্ব দিচ্ছে না। কংগ্রেসের দাবি, বিভাকরের জনভিত্তি নেই। কংগ্রেসে দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন। এর আগে লোকসভা ভোটে হেরেও গিয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement