সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেহাদি সন্ত্রাস সমস্যায় জর্জরিত ভারত৷ যেভাবে জেহাদিদের সংখ্যা প্রতিদিন বাড়ছে, এখনই কড়া পদক্ষেপ না করলে ভবিষ্যতে বিশ্ববাসী চরম বিপদে পড়বেন৷ এবার আন্তর্জাতিক মহলে এই অভিযোগ তুলল বিশ্ব হিন্দু পরিষদ৷ সমস্যার অন্যতম সমাধান হিসাবে বিশ্বজুড়ে এক অভিন্ন জন্মনিয়ন্ত্রণ বিধি গড়ে তোলারও দাবি জানাল ওই হিন্দুত্ববাদী সংগঠনটি৷
পিউ রিসার্চ সেন্টার নামে একটি মার্কিন থিঙ্কট্যাঙ্ক সম্প্রতি এক প্রতিবেদনে এই ঘটনাটি তুলে ধরেছে৷ প্রতিবেদনে বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেছেন, “মুসলিমদের জনসংখ্যা বেড়ে ২৩ শতাংশ হওয়ায় গভীর সংকটের মুখে বিশ্ব৷ জেহাদি সন্ত্রাসের থাবায় জর্জরিত গোটা দুনিয়া৷ এখনই এই সমস্যার মোকাবিলা না করলে ২০৫০ সালে যখন মুসলিমদের জনসংখ্যা বেড়ে ৩০ শতাংশ হবে, তখন খুব দেরি হয়ে যাবে৷”
তিনি আরও বলেছেন, “অন্যান্য অ-মুসলিম দেশগুলির তুলনায় ভারতের পরিস্থিতি বিশেষ সঙ্কটজনক৷ আমরা বিশ্বাস করি, শুধুমাত্র সেনা নামিয়ে জেহাদি সমস্যা মিটবে না৷ একেবারে গোড়া থেকে এই সন্ত্রাসকে নির্মূল করতে হবে৷” ওই রিপোর্টে তিনি এও দাবি করেছেন, ২০৫০-এর মধ্যে ভারতে মুসলিমদের সংখ্যা অন্যান্য সব দেশকে ছাপিয়ে যাবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.