সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দিরের উদ্বোধনের মতো ঐতিহাসিক অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি রাজ্যকে ‘অক্ষত’ চাল দিয়ে আমন্ত্রণ জানানো হবে।
অন্য রাজ্যের মতো বাংলাতেও আমন্ত্রণ চিঠির সঙ্গে ঘি মাখানো অক্ষত চাল পাঠানো হবে। প্রথমে তা পৌঁছে যাবে কলকাতায়। যা ধাপে ধাপে পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি। আগামী ২৭ নভেম্বর থেকেই এই কর্মসূচি শুরু করবে সংঘ পরিবার। আসলে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা চান, যাঁরা একান্তই আগামী বছর ২২ জানুয়ারি রামমন্দির (Ram Temple) পৌঁছতে পারবেন না, তাঁরা যাতে বাড়িতে এবং এলাকায় অন্তত এই অনুষ্ঠান পালন করেন। পাশাপাশি ২৩ জানুয়ারির পর যাতে অযোধ্যায় আসেন, সেই আমন্ত্রণও জানানো হবে।
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসে রামমন্দিরের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, জানা যাচ্ছে রামলালার মূর্তি অস্থায়ী মন্দির থেকে রাম মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাবেন মোদিই। প্রায় ৫০০ মিটার পথ তিনি খালি পায়ে মূর্তি হাতে হাঁটবেন। এমনই প্রস্তাব তাঁকে দিতে চলেছে মন্দিরের ট্রাস্ট। উদ্বোধনে হাজির থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবতও। দূরে থাকলেও অযোধ্যার সেই অনুষ্ঠানে যাতে সকলে যোগ দিতে পারেন, সেই কারণেই অক্ষত চাল দিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
আগামিকাল, রবিবার হবে অক্ষত পূজা। উদ্যাপনের যে কোনও ক্ষয়ক্ষতি রোধ করতেই এই শুভ অনুষ্ঠান। ‘অক্ষত কলস’ রামলালার সামনে রেখে হবে পুজো। শেষে তা দেশের বিভিন্ন রাজ্যের উদ্দেশে রওনা দেবে। বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা ট্রেনে অথবা বাসে করে নানা রাজ্যে যাবেন তা নিয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.