অযোধ্যায় যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে রামমন্দির।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির উদ্বোধন ভারতের স্বাধীনতার দিবসের মতোই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ফলে ২২ জানুয়ারি ১৫ আগস্টের মতোই গুরুত্বপূর্ণ একটি দিন। এমনটাই মনে করে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। এদিন এমন বিতর্কিত মন্তব্য করেন ভিএইচপি সহ-সভপতি চম্পত রাই।
আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন (Ram Temple Inauguration) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ঢেলে সাজানো হয়েছে অযোধ্যার রেল স্টেশনকেও। সবখানেই রাম রাজত্ব তথা হিন্দুত্বের ছোঁয়া। লোকসভা ভোটের আগে আরও একবার হিন্দুত্বের পালা হাওয়া দিতে তৈরি গেরুয়া শিবির। ভিএইচপি নেতার বক্তব্যে সেকথাই প্রমাণিত হল। শনিবার রাই বলেন, “২২ জানুয়ারি দিনটি ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের মতোই গুরুত্বপূর্ণ।”
এছাড়াও ১৯৭১-এর ১৬ ডিসেম্বর দিনটিকেও এই তালিকায় যুক্ত করেন রাই। ওই দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা ভারত-পাকিস্তান যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। ঢাকায় আত্মসমর্পণ করেছিল পাক বাহিনী। এইসঙ্গে রাই রামমন্দির উদ্বোধনের সঙ্গে তুলনা টেনেছেন পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধ বিজয়েরও।
উল্লেখ্য, রাম মন্দির আন্দোলনের অন্যতম সৈনিক বিশ্ব হিন্দু পরিষদের বর্তমান সভাপতি চম্পত রাই। বাবরি মসজিদ ধ্বংস, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। যার জেরে বিতর্কিত রাম জন্মভূমিতে গড়ে উঠেছে রামলালার মন্দির। সেই মন্দির উদ্বোধন হবে ২২ জানুয়ারি। বলা বাহুল্য, উগ্র গেরুয়াপন্থীদের অন্যতম জয়ের দিন এটি। কার্যত সেই বার্তাই দিলেন রাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.