Advertisement
Advertisement

প্রয়াত বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷

Veteran journalist Kuldeep Nayar dies
Published by: Monishankar Choudhury
  • Posted:August 23, 2018 9:46 am
  • Updated:August 23, 2018 11:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বিশিষ্ট সাংবাদিক কুলদীপ নায়ার৷ বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতিহাসবিদ রামচন্দ্র গুহ৷ 

পরিবার সূত্রে খবর, বহুদিন ধরেই বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন নায়ার৷ দিল্লির একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল৷ এদিন ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ আজই দুপুর একটায় লোধি রোডের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে৷ নায়ারের তাঁর স্ত্রী ও দুই পুত্রের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই৷ একাধারে সাংবাদিক, লেখক, কূটনীতিবিদ ও রাজনীতিবিদ ছিলেন নায়ার৷ তাঁর লেখা ছিল ক্ষুরধার৷ তীক্ষ্ণ শ্লেষ ও পারিপার্শ্বিকের বর্ণনা দেওয়ায় তাঁর জুড়ি মেলা ভার৷

১৯২৪ সালে অবিভক্ত দেশের শিয়ালকোট শহরে জন্ম হয় নায়ারের৷ দেশভাগের পর জন্মভিটে ছেড়ে ভারতে চলে আসে তাঁর পরিবার৷ সাংবাদিকতার দীর্ঘ জীবনকালে প্রয়াত প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ‘প্রেস ইনফরমেশন অফিসার’ ছিলেন নায়ার৷ সাংবাদিক হিসেবে একাধিক প্রথম সারির ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি৷ লেখক হিসেবেও যথেষ্ট প্রতিপত্তি ছিল তাঁর৷ নায়ারের লেখা ‘বিটয়ুইন দ্যা লাইনস’ ও ‘স্কুপ’ পাঠকমহলে যথেষ্ট সমাদৃত হয়েছে৷ শুধু তাই রাজনীতিবিদ হিসেবেও তাঁর অবদান যথেষ্ট৷ দেশে জরুরি অবস্থা চলাকালীন ইন্দিরা গান্ধীর নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন নায়ার৷ তাঁর কলমের জোরেই নয়া পথ পেয়েছিল গণতন্ত্র৷ নায়ারে দেহাবসানে ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে এক যুগের অন্ত হল৷    

                     

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement