Advertisement
Advertisement

Breaking News

Uttarakhand

উত্তরাখণ্ডে খাদে পড়ে গেল গাড়ি, মৃত অন্তত ৮

অলকানন্দা নদীর কাছে ওই দুর্ঘটনা হয়েছে বলে জানা গিয়েছে।

Vehicle fell into a deep gorge in Uttarakhand, 8 feared dead
Published by: Biswadip Dey
  • Posted:June 15, 2024 2:07 pm
  • Updated:June 15, 2024 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডে (Uttarakhand) ভয়ংকর দুর্ঘটনা। গভীর খাদে পড়ে গেল টেম্পো ট্র্যাভেলার। অন্তত ৮ জনের মৃত্যুর আশঙ্কা। গাড়িতে ২৩ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। রুদ্রপ্রয়াগের ওই দুর্ঘটনায় অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে অলকানন্দা নদীর কাছে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও SDRF-এর দল ঘটনাস্থলে হাজির থেকে উদ্ধারকাজ চালায় বলে জানা গিয়েছে। খাদ থেকে তোলা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দিল্লির দিকে যাচ্ছিল।

Advertisement

[আরও পড়ুন: খেলতে খেলতে ৫০ ফুট গভীর বোরওয়েলে, ১৭ ঘণ্টা পর মৃত্যু গুজরাটের শিশুকন্যার]

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় টেম্পো ট্রাভেলারের যে দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ দল ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়াতদের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অসীম কষ্ট সহ্য করার শক্তিদান করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমি আহতদের দ্রুত আরোগ্যের জন্য বাবা কেদারের কাছে প্রার্থনা করছি।’

[আরও পড়ুন: ‘ভুল করে তৈরি হয়েছে NDA সরকার, যে কোনও সময় পড়ে যাবে’, খোঁচা খাড়গের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement