Advertisement
Advertisement

Breaking News

Vasundhara Raje

রাজস্থানে বসুন্ধরা রাজের কনভয়ে বড়সড় দুর্ঘটনা, গাড়ি উলটে আহত ৮ পুলিশকর্মী

বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে তিন থেকে চার বার পালটি খায় গাড়িটি।

Vasundhara Raje convoy accident in Rajasthan Pali, several policemen injured
Published by: Amit Kumar Das
  • Posted:December 22, 2024 9:42 pm
  • Updated:December 22, 2024 9:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের কনভয়ে বড়সড় দুর্ঘটনা। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল কনভয়ের একটি গাড়ি। রবিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে রাজস্থানের পালি জেলার মুন্ডারা এলাকায়। দুর্ঘটনার জেরে ৭ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের এক মন্ত্রীর মায়ের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন বসুন্ধরা রাজে। সেখান থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পুলিশের এই বলেরো গাড়িটি কনভয়ের একেবারে সামনে ছিল। তার পিছনের গাড়িতে ছিলেন বসুন্ধরা। পথে এক মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বলেরো গাড়িটি। তিন থেকে চার বার পালটি খায় সেটি। গাড়িতে থাকা ৭ জন পুলিশকর্মীই আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই দুর্ঘটনায় বসুন্ধরা রাজের কোনও চোট-আঘাত লাগেনি।

Advertisement

উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর দুর্ঘটনার কবলে পড়েছিল রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার কনভয়ের গাড়ি। অন্য একটি গাড়িকে কনভয়ের একটি গাড়ি সজোরে ধাক্কা মারার ফলে নিহত হন একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর। এছাড়াও, আহত হন ৬ জন। মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে রাজস্থানের জগৎপুরা এলাকায়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন ভজনলাল শর্মা। এবার দুর্ঘটনার কবলে পড়ল রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের কনভয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement