সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি তাঁকে টিকিট দেয়নি। দলে অন্য কোনও পদ দেওয়া হবে, তেমন কোনও প্রতিশ্রুতিও মেলেনি। বরুণ গান্ধী এখন বিজেপির অন্দরে আক্ষরিক অর্থেই ‘ব্রাত্য’। ‘কোণঠাসা’ বরুণের জন্য এবার নিজেদের দরজা খুলে দিল কংগ্রেস। দেশের প্রধান বিরোধী দলের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সাফ বলে দিলেন, বরুণ গান্ধীর উচিত কংগ্রেসে যোগ দেওয়া। কংগ্রেসের দরজা তাঁর জন্য খোলা।
অধীরের (Adhir Ranjan Chowdhury) দাবি, গান্ধী পরিবারের সদস্য বলেই বরুণকে এভাবে ব্রাত্য রেখেছে বিজেপি। তাঁর মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতার বিজেপিতে । কংগ্রেসের লোকসভার দলনেতা বলছেন,”বরুণের উচিত কংগ্রেসে যোগদান করা। উনি যোগ দিলে আমরা খুশিই হব। ওঁর ভাবমূর্তি স্বচ্ছ্ব। তাছাড়া গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে। সেজন্যই বিজেপি বরুণ গান্ধীকে টিকিট দেয়নি। আমরা ওকে কংগ্রেসে চাই।” অধীর একা নন, উত্তরপ্রদেশের একাধিক নেতাও বরুণকে কংগ্রেসে টানার পক্ষে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে গান্ধী পরিবারকেই।
বিজেপির (BJP) সাংসদ হওয়া সত্ত্বেও কৃষক আন্দোলন ইস্যুতে দলের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন বরুণ গান্ধী। যার জেরে গান্ধী রুণের উপর বেশ অসন্তুষ্ট বিজেপি। বরুণ নিজেও সেটা জানতেন। সেকারণে দল টিকিট দেবে না ধরে নিয়েই লোকসভায় লড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। প্রথমে শোনা যাচ্ছিল তিনি বাবার মতো আমেঠি থেকে প্রার্থী হতে পারেন। কিন্তু শেষমেশ নিজের কেন্দ্র পিলিভিট থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের দাবি। ইতিমধ্যেই দলীয় সংগঠনের বাইরে নিজস্ব একটি ‘বাহিনী’ বানিয়েছেন বরুণ। প্রায় ৯০০ যুবক ইতিমধ্যেই বরুণের হয়ে প্রচার করছেন।
যদিও উত্তরপ্রদেশের কংগ্রেস (Congress) নেতাদের একাংশ চাইছে নিতান্তই যদি আমেঠি কেন্দ্রে রাহুল গান্ধী না লড়েন, তাহলে বরুণকে দলে যোগদান করিয়ে ওই কেন্দ্রে প্রার্থী করা হোক। বা বরুণ যদি আমেঠি থেকে নির্দল হয়ে লড়তে রাজি হন, তাহলে তাঁকে সমর্থন করুক কংগ্রেস। তবে সরকারি ভাবে কংগ্রেস বা বরুণের তরফে এ নিয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.