Advertisement
Advertisement
Coromandel Express Accident

‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিন নিজেদের বেতন’, সাংসদদের আরজি বরুণ গান্ধীর

ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রেল।

Varun Gandhi appeals MP to donate part of salary to help Coromandel Express Accident victims | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 4, 2023 3:25 pm
  • Updated:June 4, 2023 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় (Coromandel Express Accident) মৃতদের সাহায্য করতে বিশেষ আবেদন জানালেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী (Varun Gandhi)। তিনি বলেন, দুর্গতদের সাহায্যের জন্য নিজেদের মাইনে দান করুন দেশের প্রত্যেক সাংসদ। কারণ এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো উচিত সকলেরই। ইতিমধ্যেই ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৮৮ ছুঁয়েছে। যদিও ওড়িশা সরকারের মতে মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবারের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশ-বিদেশের একাধিক নেতা। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই হতাহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। এহেন পরিস্থিতিতে সাংসদদের আলাদা করে দায়িত্ব নিতে অনুরোধ করেছেন বিজেপি সাংসদ (BJP MP) বরুণ গান্ধী।

Advertisement

[আরও পড়ুন: ফুলশয্যার রাতে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু নবদম্পতির]

টুইট করে তিনি বলেন, “ওড়িশার রেল দুর্ঘটনাটি একেবারে হৃদয় বিদারক। ক্ষতিগ্রস্তদের পরিবারগুলির পাশে দাঁড়াতে এখন শক্ত পাথরের মতো হয়ে দাঁড়াতে হবে। আমার সমস্ত সতীর্থদের অনুরোধ করছি, এই পরিবারগুলিকে সাহায্য করতে নিজেদের মাইনের একটা অংশ দান করুন। সবার আগে সাহায্যের প্রয়োজন রয়েছে তাঁদের।”

প্রসঙ্গত, রেলের পাশাপাশি হতাহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নিহত নাগরিকদের জন্য ৫ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে গুরুতর আহতদের জন্য ১ লক্ষ এবং তুলনামূলক কম আঘাত প্রাপ্তদের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে। আপাতত ক্ষতিগ্রস্ত ট্রেনের কামরা সরানোর কাজ চলছে বালেশ্বরে।

[আরও পড়ুন: ‘ছেলেকে’ হারালেন যশ-নুসরত! ‘পরপারে দেখা হবে..’, লিখলেন অভিনেত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement