সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর ছেলেই রাতবিরেতে ধাওয়া করেছে তরুণীকে। তা নিয়ে শোরগোল গোটা দেশে। আটক হয়ে আবার ছাড়াও পেয়ে গিয়েছে ‘গুণধর’ পুত্র। অভিযোগ উঠছে, চাপ দেওয়া হচ্ছে পুলিশের কাজে। আর এ নিয়েই এবার মুখ খুললেন হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বরালা। জানালেন, বর্ণিকা তাঁর মেয়ের মতো। তাঁর সুবিচারের সবরকম ব্যবস্থা করা হবে।
[ এভারেস্ট জয়ের ভুয়ো দাবি, চাকরি গেল মহারাষ্ট্রের পুলিশ দম্পতির ]
বর্ষীয়ান আইএএস অফিসারের কন্যা বর্ণিকার অভিযোগ ছিল, রাতে বাড়ি ফেরার সময় তাঁর গাড়ির পিছনে ধাওয়া করেন বিজেপি নেতার পুত্র। দুবার তাঁর গাড়ি থামানো হয়। একজন গাড়ি থেকে নেমে তাঁর গাড়ির চারপাশে ঘোরাঘুরিও করে। শেষমেশ পুলিশকে ফোন করে রক্ষা পান ওই যুবতী। পরে জানিয়েছিলেন, তিনি ভাগ্যবতী যে সেদিন ধর্ষিতা হতে হয়নি। এ ঘটনা নিয়েই তোলপাড় গোটা দেশে। খোদ বিজেপি শীর্ষ নেতার ছেলের বিরুদ্ধে অভিযোগ থাকায় সরব হয়েছে বিরোধীরা। এমনকী আঁচ পড়েছে সংসদেও। ফলত বিজেপি নেতার মুখ খোলা একরকম প্রত্যাশিতই ছিল।
[ এবার সিলেবাস থেকে বাদ মোঘল সাম্রাজ্যের ইতিহাস! ]
এদিকে এই ঘটনার তদন্তে নেমে আজ রাস্তার সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। তাতে প্রমাণিত হয়েছে, সুভাষ বরালার ছেলে সেদিন বর্ণিকাকে ধাওয়া করেছিল। এ কথা এখন দিনের আলোর মতোই স্বচ্ছ। ফলত কোনওভাবেই এই ঘটনার দায় এড়ানো সম্ভব নয়। এদিন বিজেপি নেতা জানান, দায় এড়ানোর কোনও প্রশ্নই নেই। কেননা তিনি বা তাঁর দল, কেউই পুলিশের উপর এমনকী অন্য কারওর উপরই কোনও চাপ দিচ্ছেন না। বিজেপি নারীর অধিকারে বিশ্বাস করে। আর তাই তাঁর মেয়ের মতো বর্ণিকা যাতে সুবিচার পায়, তার সবরকম ব্যবস্থা ব্যবস্থা নেওয়া উচিত। আইন আইনের পথে চলবে বলেই জানান তিনি। ছেলে বিকাশ ও তার সঙ্গীর বিরুদ্ধে আইনই যথাযথ ব্যবস্থা নেবে বলেও মত তাঁর।
Varnika is like my daughter, there is no pressure to influence the investigation: Subhash Barala, Haryana BJP chief #ChandigarhStalking pic.twitter.com/IBhJYhTpip
— ANI (@ANI) August 8, 2017
এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। দরকার হলে সিবিআই তদন্তের দাবি জানাবেন বলেও জানিয়েছিলেন। তবে সিসিটিভি ফুটেজ উদ্ধার হওয়ার পর জানিয়েছেন, পুলিশ যদি ঠিকঠাক এফআইআর দায়ের করে, তবে অপেক্ষা করতে রাজি তিনি।
Chandigarh Police has re- discovered the CCTV of the stalking. Has the Police has woken up? If they register proper FIR, I will have to wait
— Subramanian Swamy (@Swamy39) August 8, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.