Advertisement
Advertisement

Breaking News

‘ভারদা’র বলি বেড়ে ১০, ছন্দে ফিরছে চেন্নাই

তবে মঙ্গলবার সকাল থেকে প্রকৃতি অনেকটাই শান্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷

Vardah took away 10 lives, Chennai gets back to normalcy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 13, 2016 2:59 pm
  • Updated:December 13, 2016 4:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইক্লোন ‘ভারদা’র তাণ্ডবে চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৷ তবে মঙ্গলবার সকাল থেকে প্রকৃতি অনেকটাই শান্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ খোলা হয়েছে চেন্নাই বিমানবন্দর৷ উড়ান চলাচলও স্বাভাবিক হয়েছে৷ রেল পরিষেবাও আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে৷ মানুষের সাহায্যে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা জারি হয়েছে সেখানে৷ যদিও গতকালের মতো আজও স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে৷ রাজ্যের বহু এলাকায় এখনও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত রয়েছে বলেও খবর৷

তবে সোমবারের ঝড়ে বিপর্যস্ত তামিলনাড়ুর কাঞ্চিপুরম ও তিরুভাল্লুর৷ চেন্নাই থেকে ১৫ কিলোমিটার রাস্তায় প্রায় চার হাজার গাছ ভেঙে পড়েছে৷ তবে এদিন শহরের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎসংযোগ ঠিক হয়ে গিয়েছে৷ ভারদা এদিন শক্তি হারিয়ে ক্রমশ অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে গিয়েছে৷ অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী শহরগুলিতে সতর্কতা জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement