Advertisement
Advertisement

Breaking News

Varanasi

মা কালীর দর্শন পেতে বসেছিলেন ধ্যানে, দেখা না পেয়ে আত্মঘাতী বারাণসীর পুরোহিত!

লাগাতার ২৪ ঘণ্টা তাঁর মুখে 'মা কালী দেখা দাও' জপ শুনতে পেয়েছিলেন স্থানীয়রা।

Varanasi priest killed himself after not getting darshan of goddess kali

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:December 11, 2024 9:16 pm
  • Updated:December 11, 2024 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিলেন কালী সাধক। দেবী দেখা দেবেন, ধারণা ছিল তাঁর। সেই আশায় বাড়িতে ধ্যানে বসেছিলেন পুরোহিত। ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর মা কালীর দেখা না পাওয়ার হতাশায় নিজের গলা কেটে আত্মঘাতী হলেন এক বারাণসীর পুরোহিত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুরোহিতের নাম অমিত শর্মা। বারাণসীর গাইঘাট এলাকায় একটি বাড়িতে দীর্ঘ সাত বছর ধরে ভাড়া থাকতেন অমিত। তিনি পেশায় কাশী বিশ্বনাথ মন্দিরের পুরোহিত ছিলেন। সঙ্গে বারাণসীতে ঘুরতে যাওয়া পর্যটকদের ধর্মীয় ইতিহাসের গল্প শোনাতেন।

Advertisement

জানা যাচ্ছে, মা কালীর দেখা পাওয়ার জন্য শনিবার থেকে ঘর বন্ধ করে ধ্যানে বসেছিলেন অমিত। তাঁর দাবি ছিল মা তাঁকে দেখা দেবেন। ২৪ ঘণ্টা ধরে তাঁর মুখে “মা কালী দেখা দাও” জপ শুনতে পেয়েছিলেন স্থানীয়রা, এমনটাই জানা গিয়েছে। তারপরে সেই উচ্চারণ থেমে যায়। অমিতের শব্দ শুনতে না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশকে খবর দিলে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা তাঁকে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

বুধবার পুলিশের অ্যাসিসটেন্ট কমিশনার ঈশান সোনি বলেন, “মৃত পুরোহিতের বিশ্বাস ছিল মা কালী তাঁকে দেখা দেবেন। তা না হওয়ায় নিজের গলা কেটে আত্মঘাতী হন তিনি। স্থানীয় হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর।” দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement