Advertisement
Advertisement

Breaking News

Vande Bharat

মার্চের মাঝামাঝি থেকেই স্লিপার বন্দে ভারত, চলবে হাওড়া-দিল্লি রুটেও!

রাজধানী ও প্রিমিয়াম ট্রেন থেকে সামান্য কিছু পরিবর্তন হবে এই ট্রেনে।

Vande Bharat sleeper coach will run from March। Bengali News
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 29, 2024 2:13 pm
  • Updated:January 29, 2024 2:15 pm  

সুব্রত বিশ্বাস: মার্চের দ্বিতীয় সপ্তাহে চলতে শুরু করবে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। রেল বোর্ড সূত্রে খবর, স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরির কাজ শেষ। কোচের ভিতরের সাজসজ্জা শুরু হবে এবার। ফেব্রুয়ারির শেষ দিকে সম্পূর্ণ হবে সব কাজ। নির্বাচনের আগেই ট্রেনটি চালুর নির্দেশ রয়েছে কেন্দ্রের। হাওড়া-দিল্লির মধ্যেও এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। 

জানা গিয়েছে, চেন্নাইয়ের আইসিএফে কোচ তৈরির কাজ চলছে। লম্বা দূরত্বে চলবে এই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। প্রাথমিকভাবে সব ট্রেনের অভিমুখ হবে দিল্লির দিকে। রাজধানী ও প্রিমিয়াম ট্রেন থেকে সামান্য কিছু পরিবর্তন হবে এই ট্রেনে। প্রতি কোচে চারটির পরিবর্তে তিনটি শৌচালয় থাকবে। থাকবে মিনি পেন্ট্রি কার। চেয়ার ঘুরবে ১৮০ ডিগ্রি।   

Advertisement

[আরও পড়ুন: খেত থেকে পোড়া দেহ উদ্ধার, ময়নাতদন্তের পর বাড়িতে ফোন এল ‘মৃত’ ব্যক্তির]

এছাড়াও এই ট্রেনের মধ্যে থাকছে জিপিএসযুক্ত ইনফরমেশন সিস্টেম। সিসিটিভি ক্যামেরা, ভ্যাকুয়াম টয়লেট, পাওয়ার ব্রেক। হালকা এই ট্রেন মাত্র ৫২ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারবে। রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সংস্থা কিনেট রেলওয়ে সলিউশনসের সঙ্গে ভারতীয় রেলের চুক্তি হয়েছে স্লিপার ক্লাস বন্দে ভারত তৈরি করার জন্য। মোট ১২০টি বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেন তৈরি করবে এই সংস্থা। ৩৫ বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্বও নেবে এই সংস্থা। 

[আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে বিচারপতিদের সংঘাত, মেডিক্যাল মামলা নিজের হাতে নিল সুপ্রিম কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement