সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক আর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) যেন হাত ধরাধরি করে চলে। যান্ত্রিক ত্রুটি থেকে দুর্ঘটনা নানা বিষয়েই বার বার নাম উঠেছে মোদির স্বপ্নের এই ট্রেনের। এবার বন্দে ভারত এক্সপ্রেসে দইয়ের মধ্যে মিলল ছত্রাক! এমনই অভিযোগ ঘিরে বাড়ছে বিতর্ক।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দেরাদুন থেকে দিল্লির আনন্দ বিহারে যাচ্ছিল ট্রেনটি। সেই ট্রেনেরই এক্সিকিউটিভ ক্লাসের যাত্রীর এক্স হ্যান্ডলে অভিযোগ, তিনি দইয়ের মধ্যে পেয়েছেন ছত্রাক। সঙ্গে খাবারের ছবিটিও তিনি শেয়ার করেছেন। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে, দইয়ের ভিতরে ছত্রাকের সংক্রমণটিও। সেই পোস্ট ঘিরে বিতর্ক ঘনায়।
@RailMinIndia @RailwayNorthern @AshwiniVaishnaw
traveling to Vande Bharat from Dehradun to Anad vihar in the executive class today. Found greenish layer most probably fungus in the amul yogurt served. This is not expected from the Vande Bharat service pic.twitter.com/ScwR1C0rlz— Harshad Topkar (@hatopkar) March 5, 2024
হর্ষদ তোপকার নামের সেই নেটিজেনের পোস্টে ট্যাগ করা হয়েছিল রেলমন্ত্রককে। পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও তিনি ট্যাগ করেছিলেন। পরে তাঁর সঙ্গে রেলের যাত্রী পরিষেবা বিভাগের তরফে যোগাযোগ করা হয় হর্ষদের সঙ্গে। তাঁর কাছ থেকে পিএনআর ও মোবাইল নম্বর চেয়ে নেওয়া হয়। বিষয়টি নিয়ে তদন্ত করার জন্যই তা জানতে চাওয়া হয়েছে।
এর আগে গত জানুয়ারিতে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের একাধিক কামরা পাদানি ভাঙা অবস্থায় দেখা যায়। কীভাবে এই পাদানি ভেঙেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, কোনওভাবে প্লাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার কারণেই একাধিক কামরার এই পাদানি ভেঙে যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.