সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই-গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেসে (Mumbai-Gandhinagar Vande Bharat Express) দুর্ঘটনা। হঠাৎই রেল লাইনে উঠে আসে বেশ কয়েকটি মোষ (Buffaloes)। গবাদি পশুগুলির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। ঘটনায় হতাহতের খবর মেলেনি। তবে দুর্ঘটনার জেরে ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ওই অংশটিকে সারিয়ে গান্ধীনগরের (Gandhinagar) উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা বেজে ১৫ মিনিট নাগাদ বাতওয়া ও মনিনগর স্টেশনের মাঝে গৈরতপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আচমক ৪ থেক ৫টি মোষ লাইনের উপরে মুম্বই-গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেসের সামনে চলে আসে। তাতেই দুর্ঘটনা। এর ফলে ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও ৮ মিনিটের মধ্যে ওই অংশ সারিয়ে গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি। জানা গিয়েছে, এদিন সঠিক সময়েই গান্ধীনগরে পৌঁছায় ট্রেনটি। এই ঘটনার পর রেলের তরফে স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়। রেল লাইন চত্বরে গবাদি পশু ছাড়তে বারণ করা হয় স্থানীয়দের। বন্দে ভারত এক্সপ্রেসে দুর্ঘটনার খবর টুইট করে জানান পশ্চিম রেলের শীর্ষকর্তা।
Vande Bharat Express running b/w Mumbai Central to Gurajat’s Gandhinagar met with an accident after a herd of buffaloes came on the railway line at around 11.15am b/w Vatva station to Maninagar. The accident damaged the front part of the engine: Western Railway Sr PRO, JK Jayant pic.twitter.com/OLOMgEv10G
— ANI (@ANI) October 6, 2022
উল্লেখ্য, ট্রায়াল রানে বুলেট ট্রেনের (Bluet Train) রেকর্ড ভেঙে দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। দেখা গিয়েছিল স্থির অবস্থা থেকে মাত্র ৫২ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি অর্জন করে ট্রেনটি। স্বাভাবিক ভাবেই এই ট্রেনটিকে ঘিরে আকর্ষণ ক্রমেই বাড়ছে। নতুন এই ট্রেনে এমন ব্যবস্থা রয়েছে যাতে কোনও ভাবেই করোনা (Covid) কিংবা অন্য কোনও ভাইরাসবাহিত রোগ না ছড়াতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.