সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ৷ বৃহস্পতিবার বিকেলে এইমস হাসপাতালে তাঁর মৃত্যুর পর থেকে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও৷ তিনি জানান, উত্তরপ্রদেশের গঙ্গা, যমুনা ও তাপ্তি নদীতে ভাসানো হবে বাজপেয়ীর চিতাভস্ম৷
Ashes of former prime minister #AtalBihariVajpayee will be spread in every river in Uttar Pradesh including Ganga, Yamuna, and Tapti, to respect his grand stature: UP government pic.twitter.com/UC2pW12CIq
— ANI UP (@ANINewsUP) August 17, 2018
বৃহস্পতিবার অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুর পর রাতেই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাসভবনে৷ দলীয় নেতাদের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শুক্রবার তাঁর মরদেহ শায়িত রাখা হয় বিজেপির সদর দপ্তরে৷ সময় যত গড়িয়েছে ততই কর্মী সমর্থকদের ভিড়ে উপচে পড়েছে বিজেপির সদর দপ্তরে৷ দিল্লির রাজঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর৷ সেখানেই একে একে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ সকলেই তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ শুধু এদেশের নয় বিদেশ থেকেও এসেছিলেন তাঁর অসংখ্য গুণমুগ্ধ। ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়া ওয়াংচুক, ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী, পাকিস্তানের ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সৈয়দ আলি জাফর। আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই। আর ছিলেন তাঁর অসংখ্য গুণমুগ্ধ ভক্ত। বিকেল সাড়ে চারটে নাগাদ রাজঘাটে পঞ্চভূতে বিলীন হয়ে যান বাজপেয়ী৷
বৃহস্পতিবারই যোগী আদিত্যনাথ রাজ্যের প্রত্যেক স্কুল, কলেজ ছুটির নির্দেশ দেন৷ বাজপেয়ীর চিতাভস্ম উত্তরপ্রদেশের নদীতে ভাসানো হবে বলেও জানান তিনি৷ এ প্রসঙ্গে যোগী আদিত্যনাথ জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী একজন প্রকৃতই জননেতা ছিলেন৷ জাতির জন্য তাঁর অবদান কখনই ভোলা যাবে না৷ তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই চিতাভস্ম নদীতে ভাসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.