Advertisement
Advertisement

উত্তরপ্রদেশের প্রতিটি নদীতে ভাসানো হবে বাজপেয়ীর চিতাভস্ম, জানালেন যোগী

বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত৷

Vajpayee's ashes will be flown in every river of Uttar Pradesh
Published by: Sayani Sen
  • Posted:August 17, 2018 8:51 pm
  • Updated:August 17, 2018 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ৷ বৃহস্পতিবার বিকেলে এইমস হাসপাতালে তাঁর মৃত্যুর পর থেকে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও৷ তিনি জানান, উত্তরপ্রদেশের গঙ্গা, যমুনা ও তাপ্তি নদীতে ভাসানো হবে বাজপেয়ীর চিতাভস্ম৷

[রাষ্ট্রীয় স্মৃতিস্থলে শেষকৃত্য সম্পন্ন বাজপেয়ীর, পঞ্চভূতে বিলীন ভারতীয় রাজনীতির ‘অজাতশত্রু’]

বৃহস্পতিবার অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুর পর রাতেই তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাসভবনে৷ দলীয় নেতাদের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য শুক্রবার তাঁর মরদেহ শায়িত রাখা হয় বিজেপির সদর দপ্তরে৷ সময় যত গড়িয়েছে ততই কর্মী সমর্থকদের ভিড়ে উপচে পড়েছে বিজেপির সদর দপ্তরে৷ দিল্লির রাজঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর৷ সেখানেই একে একে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ সকলেই তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন৷ শুধু এদেশের নয় বিদেশ থেকেও এসেছিলেন তাঁর অসংখ্য গুণমুগ্ধ। ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়া ওয়াংচুক, ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী, পাকিস্তানের ভারপ্রাপ্ত তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সৈয়দ আলি জাফর। আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই। আর ছিলেন তাঁর অসংখ্য গুণমুগ্ধ ভক্ত। বিকেল সাড়ে চারটে নাগাদ রাজঘাটে পঞ্চভূতে বিলীন হয়ে যান বাজপেয়ী৷

[অনন্য সম্মান, বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে অর্ধনমিত ব্রিটেনের পতাকাও]

বৃহস্পতিবারই যোগী আদিত্যনাথ রাজ্যের প্রত্যেক স্কুল, কলেজ ছুটির নির্দেশ দেন৷ বাজপেয়ীর চিতাভস্ম উত্তরপ্রদেশের নদীতে ভাসানো হবে বলেও জানান তিনি৷ এ প্রসঙ্গে যোগী আদিত্যনাথ জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী একজন প্রকৃতই জননেতা ছিলেন৷ জাতির জন্য তাঁর অবদান কখনই ভোলা যাবে না৷ তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই চিতাভস্ম নদীতে ভাসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement